বাঙালির বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল (Bengali Mega Serial)। অবসর সময়ে সিরিয়াল ছাড়া চলে না এক মুহূর্ত। এমনিতে বছর, বছর কত সিরিয়াল যায় আসে, তারই মধ্যে এমন কিছু সিরিয়াল থাকে যা শেষ হয়ে গেলেও তার রেশ থেকে যায় দর্শকমহলে। বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি সিরিয়াল ছিল স্টার জলসার (Star Jalsha) ‘মোহর’ (Mohor)।
এই সিরিয়ালের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে অসংখ্য সিরিয়ালপ্রেমী দর্শকদের আবেগ। তাই টিভির পর্দায় সম্প্রচার শেষ হয়ে গেলেও সোশ্যাল মিডিয়ার পাতায় এই সিরিয়ালের নায়ক-নায়িকা শঙ্খ-মোহর জুটির জনপ্রিয়তা কমেনি আজও। মাঝে মধ্যেই পুরনো এই সিরিয়ালের বিভিন্ন ফ্যানপেজে ভেসে ওঠে পর্দার শঙ্খ মোহরের নানান মিষ্টি মুহূর্ত।
আজও এই পর্দার শঙ্খ স্যার আর তার মোহরকে খুব ভালোবাসেন দর্শক। ধারাবাহিকে নায়ক শঙ্খ চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেতা প্রতীক সেন (Pratik Sen)। আর তার বিপরীতে মোহর চরিত্রে অভিনয় করে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha)। প্রসঙ্গত গত বছরেই টিভির পর্দায় মোহর শেষ হওয়ার পর নতুন সিরিয়ালে কামব্যাক করেছেন সোনামণি-প্রতীক দুজনেই।
তবে এবার আর একসাথে নয়। দুজনকেই দেখা যাচ্ছে আলাদা আলাদা দুটি সিরিয়ালে। একদিকে সোনামণি অভিনয় করছেন ‘এক্কা দোক্কা’ সিরিয়ালে অন্যদিকে প্রতীককে দেখা যাচ্ছে ‘সাহেবের চিঠি’ সিরিয়ালে। কিন্তু ‘সোনাতিক’ জুটির ভক্তরা আবার তাদের একসাথে পর্দায় দেখতে চান। তাই অনুরাগীরা হামেশাই তাদের কাছে আরও একবার জুটি বাঁধার অনুরোধ জানান।
সম্প্রতি এপ্রসঙ্গে সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন দর্শকদের মতোই তার কাছেও সেরা পর্দার শঙ্খ-মোহর জুটি। এপ্রসঙ্গে সোনামণি জানিয়েছেন ভক্তরা তাদের এতটাই ভালোবাসেন যে সবাই তাদের চিরকাল একসাথে দেখতে চান। সোনামণির কথায় ‘তারা চেয়েছিল আমরা ভবিষ্যতেও একসাথে থাকব। আমরা দুজন পুরোপুরিভাবে এটা উপভোগ করি। আমরা দুজনেই আমাদের দর্শকদের খুব সিরিয়াসলি নিই। আশাকরি, আমারাও একসাথে থাকব’। প্রসঙ্গত এই মুহূর্তে অভিনেত্রী মালদহের বাড়িতে ভাইবোনদের সাথে ছুটি কাটাচ্ছেন।