• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়াল থেকে সোজা ওয়েব সিরিজ! ছোটপর্দার মোহরকে এবার নতুন রূপে দেখবেন দর্শকেরা

Published on:

মোহর,Mohor,সোনামণি সাহা,Sonamoni Saha,অভিরূপ ঘোষ,Abhirup Ghosh,ওয়েব সিরিজ,Web Series,বেঙ্গল বীমা কোম্পানি,Bengal Bima Company

ইদানীং সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। প্রতিদিন সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের প্রিয় চরিত্ররা কখন যেন দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে ওঠে। সিরিয়াল শেষ হয়ে গেলেও সেই সিরিয়ালের অভিনেতা, অভিনেত্রীদের ভোলা যায় না কিছুতেই। সটার জলসার এমনই এক জনপ্রিয় সিরিয়াল ছিল লীনা গাঙ্গুলীর লেখা ‘মোহর’ (Mohor)।

দর্শকমহলে এই সিরিয়ালের নায়িকা মোহর অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha)-র ব্যাপক ফ্যান ফলোয়িং রয়েছে। প্রিয় অভিনেত্রী কে নিয়ে বরাবরই কৌতূহলের শেষ নেই ভক্তদের। তাই মোহর শেষ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন ক্যামেরা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখায় মন খারাপ ছিল সোনামণি ভক্তদের। তবে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে সোনামণি আগেই জানিয়েছেন খুব তাড়াতাড়ি পর্দায় ফিরবেন তিনি।

মোহর,Mohor,সোনামণি সাহা,Sonamoni Saha,অভিরূপ ঘোষ,Abhirup Ghosh,ওয়েব সিরিজ,Web Series,বেঙ্গল বীমা কোম্পানি,Bengal Bima Company
তবে এবার আর সিরিয়ালে নয় একেবারে সোজা ওয়েব সিরিজে (Web Series) ডেবিউ করছেন স্টার জলসার ঘরের মেয়ে। কিছুদিন আগেই একথা জানিয়েছেন অভিনেত্রী। জানা যায় পরিচালক অভিরূপ ঘোষের (Abhirup Ghosh) নতুন ওয়েব সিরিজ ‘বেঙ্গল বীমা কোম্পানি’ (Bengal Bima Company)-র হাত ধরে প্রথমবার ওটিটি প্লাটফর্মের দুনিয়ায় ডেবিউ করছেন সোনামণি। আর শুরুতেই পেয়ে গিয়েছেন মুখ্য চরিত্রে অভিনয় করার মতো লোভনীয় প্রস্তাব।

মোহর,Mohor,সোনামণি সাহা,Sonamoni Saha,অভিরূপ ঘোষ,Abhirup Ghosh,ওয়েব সিরিজ,Web Series,বেঙ্গল বীমা কোম্পানি,Bengal Bima Company

শুধু তাই নয় এবার জানা গেল আসন্ন এই ওয়েব সিরিজে সোনামণি স্ক্রিন শেয়ার করবেন রজতাভ দত্ত, কিঞ্জল নন্দ, জন ভট্টাচার্যের মতো সব নাম করা অভিনেতাদের সাথে। প্রসঙ্গত এই ওয়েব সিরিজের আগে অভিরূপ পরিচালনা করেছেন ‘ব্যাধ’, ‘রহস্য রোমাঞ্চ সিজ়ন ৩’। অভিনেত্রী আগেই জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি তার এই ওয়েব সিরিজের শুটিং শুরু হবে।

মোহর,Mohor,সোনামণি সাহা,Sonamoni Saha,অভিরূপ ঘোষ,Abhirup Ghosh,ওয়েব সিরিজ,Web Series,বেঙ্গল বীমা কোম্পানি,Bengal Bima Company
এবার জানা গেল ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে এই ওয়েব সিরিজের। সোনামণি জানিয়েছেন এই ওয়েব সিরিজ়টি বাস্তব জীবন থেকে উঠে আসা গল্প নিয়ে তৈরি। এই সিরিজ়ের বিষয়বস্তু একটি স্ক্যাম। এছাড়া শুটিং প্রসঙ্গে অভিনেত্রী জানান ‘কলকাতার আশে-পাশে আমরা শুটিং করছি।এরমধ্যে যেমন বানতলা আছে, তেমন নবীনাও আছে। ৫জুন শুট শেষ হবে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥