সপ্তাহজুড়ে বাঙালি দর্শকদের ড্রয়িং জাঁকিয়ে বসতে দেখা যাই একের পর এক সিরিয়ালগুলিকে। তাই সিরিয়াল অন্ত প্রাণ সিরিয়ালের পোকা দর্শকরা আজকাল সিরিয়াল ছাড়া চলতে পারেন না এক মুহূর্ত। তাই প্রতিদিন সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের প্রিয় চরিত্ররা কখন যেন দর্শকদের সুখ দুঃখের সঙ্গী হয়ে ওঠেন।
তাই সিরিয়াল শেষ হয়ে গেলেও সেই সিরিয়ালের অভিনেতা, অভিনেত্রীদের ভোলা যায় না কিছুতেই। ষ্টার জলসার এমনই এক জনপ্রিয় সিরিয়াল হল লীনা গাঙ্গুলীর লেখা জনপ্রিয় সিরিয়াল ‘মোহর’ (Mohor)। এই সিরিয়ালে মোহর চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সোনামনি সাহা। সিরিয়ালে প্রতিবাদী মোহরের চরিত্রটি দর্শকদের এতটাই মন ছুঁয়েছিল যে আজও তারা তাদের প্রিয় মোহরকে ভীষণ ভাবে মিস করেন।
তাই মোহর শেষ হয়ে যাওয়ার পর থেকেই তাকে পর্দায় দেখার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন সিরিয়াল প্রেমী দর্শকরা। তবে আর বেশিদিন বাকি নেই, এবার খুব শিগগিরই ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় ফিরছেন সোনামনি। প্রসঙ্গত মোহর শেষ হওয়ার পর কেটে গিয়েছে চার মাস। এই সময়টাতে শুধু পর্দায় নয় সোশ্যাল মিডিয়া থেকেও একপ্রকার গায়েব এই অভিনেত্রী।
আগেই জানা গিয়েছিল মোহর শেষ হয়ে যাওয়ার পর পরিচালক অভিরূপ ঘোষের (Abhirup Ghosh) নতুন ওয়েব সিরিজ ‘বেঙ্গল বীমা কোম্পানি’ (Bengal Bima Company)-র হাত ধরে প্রথমবার ওটিটি প্লাটফর্মের দুনিয়ায় ডেবিউ করছেন সোনামণি। আর শুরুতেই পেয়ে গিয়েছেন মুখ্য চরিত্রে অভিনয় করার মতো লোভনীয় প্রস্তাব। জানা যাচ্ছে ইতিমধ্যেই শেষ হয়েছে সোনামনির ওয়েব সিরিজের শুটিং।
তাই ছোট পর্দায় কামব্যাক প্রসঙ্গে সম্প্রতি এক সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিছেন সবে শেষ হয়েছে ওয়েব সিরিজটির শ্যুটিং।তাই সব ঠিক থাকলে জুলাই মাসেই দর্শক টিভির পর্দায় দেখতে পাবেন তাঁকে। অভিনেত্রীর কোথায় ‘আর বেশি দেরি হবে না।’ প্রসঙ্গত মোহর ভক্তদের জন্য সুখবর এই যে এখন ষ্টার উৎসব চ্যানেলে হিন্দি ভাষাতে ডাব করে দেখানো হচ্ছে ‘মোহর’। এপ্রসঙ্গে সোনামনি বলেছেন ‘সাধারণত আমরা হিন্দি ধারাবাহিক বাংলায় ডাব করে দেখি। আমাদের ধারাবাহিক ব্যতিক্রমী। এটা সত্যিই বড় প্রাপ্তি।’