• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টেলিভিশনের পর্দায় প্রথমবার দুর্গা হচ্ছেন সোনামনি সাহা, নিজের মুখেই দিলেন সুখবর 

দেখতে দেখতে চলে আসবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durgapujo)। তাই সময় থাকতেই এখন থেকেই সবাই কেনাকাটা থেকে আরম্ভ করে শুরু করে দিয়েছেন নানারকম প্ল্যান প্রোগ্রাম। বাঙালির কাছে মহালয়ার (Mohaloya) সকাল ছাড়া দুর্গা পুজোটাই অসম্পূর্ণ। রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী শোনা তো আছেই।

সেই সাথে এখনকার দিনে বাংলার বিনোদনমূলক চ্যানেল গুলির মধ্যে দুর্গা সাজার জন্য অভিনেত্রীদের মধ্যে যেন চলে একপ্রকার নিরন্তর প্রতিযোগিতা।তাই কোন চ্যানেলে কে দুর্গা হচ্ছেন তা জানার জন্য বরাবরই দর্শকদের কৌতূহলের অন্ত থাকে না। এরই মধ্যে বেশ কিছুদিন ধরে স্টার জলসায় দুর্গা কে হচ্ছেন তা নিয়ে দর্শকদের মধ্যে শুরু হয়েছিল জোর জল্পনা।

   

Star Jalsha Mahisasurmordini Not Solanki but Sonamoni might became Durga

প্রথমদিকে শোনা গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘গাঁটছড়া’র নায়িকা অর্থাৎ খড়ি অভিনেত্রী সোলাঙ্কি রায় কে মহালয়ার সকালে স্টার জলসার পর্দায় দুর্গার রূপে দেখা যেতে পারে।এক সময় চ্যানেল কর্তৃপক্ষের তরফেও এমনটাই ঠিক করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে জানা যায় বদলে গিয়েছেন দূর্গা। সোলাঙ্কি নয় এবারের স্টার জলসার দুর্গা হচ্ছেন ‘মোহর’ (Mohor) অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha)।

দর্শকমহলেই তার জনপ্রিয়তার কথা নতুন করে কিছুই বলার নেই। মোহর সিরিয়ালের হাত ধরে বাংলার দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি।মোহর শেষ হয়েছে অনেকদিন, ইতিমধ্যেই স্টার জলসার আরো একটি নতুন সিরিয়াল ‘এক্কাদোক্কা’র হাত ধরে পর্দায় ফিরেছেন সোনামণি। তাই সেই সিরিয়ালের শুটিং এর কাজেই এখন অভিনেত্রীর ব্যস্ততা তুঙ্গে।

সোনামনি সাহা,Sonamoni Saha,মোহর,Mohor,মহালয়া,Mohaloya,দুর্গা,Durga

তারই মাঝে বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গিয়েছে মহালয়ার শুটিং। প্রসঙ্গত এই প্রথমবার টেলিভিশনের পর্দায় দেবী দুর্গা রূপে দেখা যাবে মোহর অভিনেত্রী সোনামণি সাহাকে। প্রথমবার দুর্গা হওয়ার অভিজ্ঞতা জানিয়ে আনন্দবাজার অনলাইনে অভিনেত্রী বলেছেন বরাবরই তার এই সুপ্ত ইচ্ছা ছিল।  কিন্তু এতদিন তার কাছে সেই সুযোগ আসেনি। আর এই বছর যখন সুযোগটা এসেছে তখন তিনি আর না করেননি।

প্রসঙ্গত বলে রাখি ছোট পর্দায় সিরিয়াল তো আছেই সেইসাথে ইতিমধ্যেই খুব তাড়াতাড়ি বড় পর্দাতেও পা রাখতে চলেছেন সোনামণি। তাও আবার মোহর সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন-এর সাথে। আর একইসাথে মহালয়া দুর্গা হওয়ার খবর দিয়ে অনুরাগীদের খুশি আরো দ্বিগুণ করে দিয়েছেন অভিনেত্রী।