বাংলা সিরিয়ালের ইতিহাসে স্টার জলসার ‘মোহর'(Mohor) অত্যন্ত উজ্জ্বল এক নাম। বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এই মেগা ধারাবাহিকের সমস্ত সুখ দুঃখের সাক্ষী বাংলার অসংখ্য দর্শক। যা শেষ হয়েছে মাত্র কদিন আগেই। দীর্ঘ আড়াই বছরের যাত্রা শেষে অবশেষে ইতি পড়েছে শঙ্খ আর মোহরের পথ চলায়। তাই খুব স্বাভাবিকভাবেই মন খারাপ অসংখ্য ‘মোহদ্বীপ’ ভক্তদের।
টিভির পর্দায় সিরিয়ালের শঙ্খ স্যার আর মোহর জুটি বরাবরই দর্শকদের অত্যন্ত পছন্দের। তাই পর্দার প্রিয় এই জুটিকে ভক্তরা ভালোবেসে নাম দিয়েছিলেন মোহদ্বীপ। আর স্বাভাবিকভাবেই দীর্ঘ আড়াই বছর বাড়ির ড্রয়িং রুমে টিভির পর্দা আলো করে রাখা এই প্রিয় ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় একেবারেই মন ভালো নেই ভক্তদের। এমনিতেই এই সিরিয়ালের আদি স্যার অর্থাৎ শঙ্খের বাবা চরিত্রের অভিনেতা অভিষেক চ্যাটার্জীর (Abhishek Chatterjee) অকাল প্রয়াণের খবরে আগে থেকেই মন খারাপ ছিল দর্শকদের।
আর তারপরেই এই মোহর সিরিয়াল বন্ধ করে দেওয়ার খবরে একেবারে মুষড়ে পড়েছেন ভক্তরা। মন খারাপ সিরিয়ালের শঙ্খ স্যারেরও। দর্শকদের মতোই দীর্ঘ আড়াই বছর ধরে তিনিও নিজের মধ্যে যাপন করেছিলেন এই শঙ্খ চরিত্রটিকে। তাই দর্শকদের মতোই তিনিও আজীবন মনে রাখবেন এই শঙ্খ চরিত্রটিকে। আসলে যেসব চরিত্রের হাত ধরে অভিনেতারা দর্শকদের ঘরের মানুষ হয়ে ওঠেন, তাদের পরিচয়ের অংশ হয়ে ওঠে যেসব চরিত্র তা হয়তো কোনদিন ভুলতে পারেন না অভিনেতারাও।
তাই মোহর শেষ হয়ে গেলেও শঙ্খকে ভীষণ মিস করছেন প্রতীক।সংবাদমাধ্যমে এপ্রসঙ্গে অভিনেতা বলেছেন, “একজন অভিনেতা হিসেবে শঙ্খ আমার পরিচয়ের অংশ। জনপ্রিয় চরিত্র। আমি ওকে মিস করবই।” কিন্তু ‘মোহর’ শেষ হওয়ার পর কীভাবে সময় কাটছে প্রতীকের! তা জানতে নিশ্চয়ই মন চাইছে প্রতীক ভক্তদের। সম্প্রতি সে কথাই সংবাদমাধ্যমে জানিয়েছিলেন অভিনেতা।
এপ্রসঙ্গে মোহরের শঙ্খ স্যার বলেছেন “আমার হাতে ১ মাস সময় আছে। কিছু ব্যক্তিগত কাজও আছে। সেগুলো করতে হবে। মেগা সিরিয়ালে অভিনয় করলে পরিবারকে সময় দেওয়া যায় না। এই এক মাস পরিবারের সঙ্গে সময় কাটানোর ইচ্ছে আছে। নিজেকে সময় দেব। তারপর আবার কাজে ফিরব।” সেইসাথেই সাসপেন্স রেখেই প্রতীক বলেছেন “আমি তো কনট্যাক্টে আছি। জানাব নতুন কাজের কথা। এখন সারপ্রাইজ়টা থাক।”