• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামী-কে দেখে উপোস ভাঙলেন মোহনা! স্ত্রীয়ের সঙ্গে করওয়া চৌথ পালন করলেন জিৎ

Published on:

এখনো টলিউড ইডাস্ট্রির কমার্সিয়াল ছবির কথা উঠলেই প্রথমেই নাম আসে জিতের। সারাবছর খুব বেশি সিনেমা করেন না অভিনেতা। কিন্তু যেটাই করেন সেটাই হিট। টলিউডে জিতের অভিষেক ‘সাথী’ সিনেমার হাত ধরে। উঠতি এই নায়কের প্রথম দিকের এই ছবি বক্স অফিসে হয়েছিল চূড়ান্ত হিট। কিন্তু ব্যক্তিগত জীবনে কোনো তথাকথিত নায়িকাকে স্ত্রী হিসেবে বেছে নেননি জিৎ। বরং তার স্ত্রী মোহনা বিনোদন জগত থেকে শত হস্ত দূরে।

২০১১ সালে জিৎ বিয়ে করেন মোহনাকে। জমিয়ে সুখেই সংসার করছেন তারা। এদিন সংসারের শুভকামনায় স্ত্রী মোহনার সাথে করওয়া চৌথ উদযাপন করলেন জিৎ। বাড়ির ছাদে চাঁদ দেখেই নিজের উপোস ভাঙলেন জিৎ-পত্নী। আর সেই শুভ মুহুর্তের ছবি ইন্সটায় তুলে ধরেছেন অভিনেতা জিৎ।

চাকচিক্যহীন সাদামাটা পোশাকেই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন এই দম্পতি। মোহনার পরনে গোলাপি রঙের শাড়ি আর মানানসই গয়না আর জিৎ সেজেছিলেন জলপাই রঙা আফগানি কুর্তা আর পাতিয়ালায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহুর্তে ভাইরাল হয়ে যায় এই দম্পতির শুভ মুহুর্তের ছবি।

তাদের এই ছবিতে নেটিজেনরা তুলেছেন কমেন্টের ঝড়। , “দুজনকে দিব্যি রাজযোটক লাগছে। বেশ মানিয়েছে।” এই সময় গোটা দেশ জুড়েই পালিত হচ্ছে কারওয়া চৌথ ব্রত। স্বামীর আয়ুকাল বাড়াতেই মূলত অবাঙালিরা এই ব্রত রাখে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥