• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সৌগুনের প্রেম জমে ক্ষীর! ‘মোহর’ ‘কৃষ্ণকলি’কে পিছনে ফেলে টিআরপি টপে ‘খড়কুটো’

Published on:

khorkuto mohor

বিয়ে মানেই সেই সিরিয়াল (bengali serial) সাথে সাথেই মন জিতে নেয় দর্শকদের। এবার সেই ফান্ডা কাজে লাগিয়েই সাপ্তাহিক টিআরপির (TRP) শীর্ষে স্টারজলসা(Starjalsha)-এর ‘খড়কুটো’ (Khorkuto)। মোহর (Mohor) ধারাবাহিকেও মোহর শঙ্খের বিয়ের সময় চড়চড় করে উঠেছিল টিআরপি।

এবার ‘রানি রাসমণি’ (Rani Rashmoni), কৃষ্ণকলি (Krishnakoli) সব সিরিয়ালকে পেছনে ফেলে দিয়েছে খড়কুটো। সম্প্রতি খড়কুটোতে বিয়ে হয়েছে ধারাবাহিকের নায়ক সৌজন্য ও গুনগুনের। এবার সাপ্তাহিক TRP রেটিংয়ে খড়কুটোর স্কোর ১১.৩ পেয়ে প্রথম। গত সপ্তাহেও ১১.৮ পেয়ে TRP এর শীর্ষে ছিল খড়কুটো।

আসলে এই ধারাবাহিকের একান্নবর্তী পরিবারের মাঝে এক ছটফটে বড়লোক মেয়ে যেভাবে মিশে গেছে তা বেশ মনে ধরেছে দর্শকদের। সৌজন্য গুনগুনের খুনসুটি, প্রেম সবই বেশ নতুনত্বের ছোঁয়া এনে দিয়েছে মেগার একঘেয়েমিতে।

দ্বিতীয় স্থানে করুণাময়ী রাণী রাসমণি’। পেয়েছে ১১ পয়েন্ট। ১০.৯ পেয়ে তৃতীয় ‘কৃষ্ণকলি’।চলতি সপ্তাহে ১০.৬ পেয়ে ‘মোহর’ পিছিয়ে চতুর্থ। ‘যমুনা ঢাকি’র সংগ্রহে ৯.৫ পয়েন্ট। রেটিং চার্টে পঞ্চম এই ধারাবাহিক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥