• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মহানায়ক উত্তম কুমারের গ্যারাজে লাইন লেগে যেত দামী গাড়ির! দেখুন তাঁর গাড়ির কালেকশন

Updated on:

Uttam Kumar Car Collection.jpg 3

উত্তম কুমার (Uttam Kumar) নামটাই যথেষ্ট! গোটা বাংলার কাছে আজও তিনি জীবিত রয়েছেন তাঁর  কালজয়ী সব সৃষ্টির মধ্যে দিয়ে। বাংলা সিনেমার স্বর্ণযুগের এই অভিনেতার সেই স্টারডমের কাছে আজও বাংলা সিনেমার আজকের প্রজন্মের অভিনেতারা।

উত্তম কুমার রুপালি পর্দায় আসা মানেই ঝড় উঠত অসংখ্য তরুণীর মনে। যদিও আজও তার ব্যতিক্রম হয় না। মৃত্যুর এতবছর পরেও তাঁর এভারগ্রীন হাসিতে আজও ফিদা হয়ে যায় বর্তমান প্রজন্মের যুবতীরাও। কাজেই বোঝা যাচ্ছে সময়ের থেকে ঠিক কতটা এগিয়ে ছিলেন বাঙালির এই মহানায়ক।

উত্তম কুমার,Uttam Kumar,বাংলা সিনেমা,Bengali Cinema,গাড়ির কালেকশন,Car Ciollection,দামী গাড়ি,Expencive Car

বরাবরই তারকা সুলভ জীবন যাপনে অভ্যস্ত ছিলেন উত্তম কুমার। তাই সাধারণ মানুষের ভীড়ে মিশে যাওয়ার থেকে তিনি অনেক বেশি পছন্দ করতেন সকলের ধরাছোঁয়ার বাইরে থাকতে। তখনকার সময় দাঁড়িয়েও স্টারডম ছিল আকাশছোঁয়া।

উত্তম কুমার,Uttam Kumar,বাংলা সিনেমা,Bengali Cinema,গাড়ির কালেকশন,Car Ciollection,দামী গাড়ি,Expencive Car

আসলে তিনি এমনই একজন তারকা ছিলেন যিনি তিনি রাস্তায় বেরোলে তাঁকে দেখার জন্য উপচে পড়ত সাধারণ মানুষের ঢল। বাংলা সিনেমার ইতিহাসে তাই উত্তম কুমার একজনই। তাঁর তুলনা তিনি নিজেই। একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দেওয়ার পাশাপাশি উত্তম কুমারের ছিল গাড়ির শখ।

উত্তম কুমার,Uttam Kumar,বাংলা সিনেমা,Bengali Cinema,গাড়ির কালেকশন,Car Ciollection,দামী গাড়ি,Expencive Car

তাই সেযুগেও মহানায়কের কালেকশনে ছিল একাধিক সব নামি দামি গাড়ি। জানা যায় ১৯৫৪ সালে  প্রথম গাড়ি কিনেছিলেন তিনি। তাঁর কেনা প্রথম গাড়িটি ছিল কালো রঙের অস্টিন অফ ইংল্যান্ড। এরপর মহানায়কের শখের গাড়ির কালেকশনে যোগ হয় স্টিল রঙের অস্টিন সামারসেট।

উত্তম কুমার,Uttam Kumar,বাংলা সিনেমা,Bengali Cinema,গাড়ির কালেকশন,Car Ciollection,দামী গাড়ি,Expencive Car

এরপরে উত্তম কুমার যখন নামী তারকা তখন তিনি কিনেছিলেন ডজ কিংসওয়ে। জানা যায় উত্তম কুমারের অতিপ্রিয় এই  গাড়ির উপরের দিকটা ছিল ক্রিম রঙের, আর তলার অংশটা ছিল গোলাপি রঙের। এই গাড়ি নিয়েই নাকি উত্তম কুমার নিজের পরিবার আর বন্ধুবান্ধবদের নিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়তেন।

উত্তম কুমার,Uttam Kumar,বাংলা সিনেমা,Bengali Cinema,গাড়ির কালেকশন,Car Ciollection,দামী গাড়ি,Expencive Car

 

এরপরেই খুব শখ করে উত্তমকুমার কিনেছিলেন তখনকার বিশ্ববিখ্যাত র‌্যাম্বলার গাড়ি। তখনকার দিনের এই শীততাপ নিয়ন্ত্রিত গাড়িটি গোটা দেশে হাতে গোনা মাত্র কয়েকজনের কাছেই ছিল। আসলে ষাটের দশকের মাঝামাঝি সময় এমন শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি মানেই ছিল একটা বিরাট ব্যাপার। উত্তম কুমারের এই সাধের গাড়িটির রং ছিলো সবুজ, আর র‌্যাম্বলার লেখার ওপরে ছিল ক্রিম রং।

 

উত্তম কুমার,Uttam Kumar,বাংলা সিনেমা,Bengali Cinema,গাড়ির কালেকশন,Car Ciollection,দামী গাড়ি,Expencive Car

চুটিয়ে বেশ কিছুদিন এই গাড়িটি ব্যবহার করার পর উত্তম কুমার কিনেছিলেন সেকালের বিখ্যাত গাড়ি  ইমপালা। গাড় নীল রঙের বিশালকার এই গাড়িটি বেশ কিছুদিন ব্যবহার করার পর তিনি কিনেছিলেন আইভরি ব্ল্যাক রঙের আমেরিকান ওল্ডস মোবাইল।

উত্তম কুমার,Uttam Kumar,বাংলা সিনেমা,Bengali Cinema,গাড়ির কালেকশন,Car Ciollection,দামী গাড়ি,Expencive Car

এর কিছুদিন পরে উত্তম কুমারের গাড়ির কালেকশনে যোগ হয়  মরিস অক্সফোর্ড গাড়ি। এরপর বিদেশী গাড়ির থেকে ঝোঁক চলে যাওয়ায় মহানায়ক কিনেছিলেন বেশ কয়েকটি সাদা রঙের অ্যাম্বাসাডর গাড়ি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥