• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুটিংয়ের ফাঁকে এরাই ছিল উত্তম কুমারের খেলার সঙ্গী! রইল মহানায়কের প্রিয় ৩ পোষ্যের নাম

Published on:

Mohanayok Uttam Kumar's 3 Favorite Pet name

বাংলার ক্লাসিক সিনেমা মানেই  সবার প্রথমেই আসে একটাই নাম। তিনি হলেন বাঙালির মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar)। তাঁর হাঁটাচলা, কথা বলার স্টাইল কিংবা চুলের স্টাইল সবটাই ছিল একেবারে নায়কোচিত। সেযুগে দাঁড়িয়েও উত্তম কুমারের স্টারডাম ছিল চোখে পড়ার মতো। মৃত্যুর এত বছর পর আজও তাঁর সেই স্টারডমের ধারে কাছে নেই কেউ।

তাই আজও বাংলা ইন্ডাস্ট্রির আমূল সম্পদ তিনি। অভিনয় থেকে সংলাপ বলার কায়দা, মহানায়ককে বড়পর্দায় দেখলে আজও পলক পড়ে না চোখের। অভিনয় করার স্বপ্ন দেখা অসংখ্য ছেলেমেয়েদের কাছে আজও তিনি শিক্ষাগুরু। জীবদ্দশায় সারাক্ষণ কাজেই ডুবে থাকতেন উত্তম কুমার। তবে কাজের ফাঁকে সময় পেলেই বাড়িতে থাকা তিন প্রিয় সদস্যদের সাথে সময় কাটাতে ভুলতেন না উত্তম কুমার।

Mohanayok Uttam Kumar's 3 Favorite Pet name

জানেন কি উত্তম কুমারের পরিবারের এই তিন প্রিয় সদস্যরা করা? আসলে মহানায়কের এই প্রিয় তিন সদস্য হলেন তাঁর প্রিয় পোষ্য। উত্তম কুমারের কাছে তাঁর এই পোষ্যরা এতটাই প্রিয় ছিল যে তারা অনেকসময় তাঁর শুটিং ফ্লোরেও আসতো ।

এদের প্রত্যেকের নামও দিয়েছিলেন মহানায়ক। তাঁর পারিবারিক সূত্রে জানা গিয়েছে উত্তম কুমারের বাড়িতে ছিল দুটি স্পিচ প্রজাতির কুকুর। ভালোবেসে তাদের নাম দিয়েছিলেন বাদশা ও বেগম। এই দুই প্রিয় পোষ্যকে নাকি খুবই স্নেহ করতেন মহানায়ক।

Mohanayok Uttam Kumar's 3 Favorite Pet name

জানা যায় এই  স্পিচ প্রজাতির দুটি কুকুর ছাড়াও উত্তম কুমারের ছিল একটি লাসা। তাঁকেও একটি মিষ্টি নাম  দিয়েছিলেন মহানায়ক। জানা যায় সেই পোষ্যকে উত্তম কুমার বিন্দুবাসিনী বলে ডাকতেন। জানা যায় শুটিং সেরে মহানায়ক বাড়ি ফেরার পর এরা প্রত্যেকেই নাকি তাঁর কোলে ঝাঁপিয়ে পড়তেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥