জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘উড়ন তুবড়ি’ (Uran Tubri)। এই সিরিয়ালের নায়িকা তুবড়ির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোহিনী ব্যানার্জি (Sohini Banerjee)। সম্প্রতি সিরিয়ালে পুলিশ অফিসার হওয়ার প্রমো সামনে আসতেই নেটিজেনদের ব্যাপক ট্রলের মুখে পড়েছিলেন অভিনেত্রী। এরই মধ্যে এই বিরুদ্ধেই এক গুরুতর অভিযোগ আনলেন এক জনপ্রিয় মডেল সুস্মিতা পাল (Sushmita Pal)।
সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি সরাসরি উড়ন তুবড়ি অভিনেত্রী সোহিনীর বিরুদ্ধে বর হাতিয়ে নেয়ার অভিযোগ এনেছেন। ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন তার স্বামী সন্দীপন পারিয়ালের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে উড়ন তুবড়ি অভিনেত্রী সোহিনীর। আর এই নিয়ে তিনি নাকি বেশ কিছুদিন ধরেই ডিপ্রেসশনে ভুগছেন সুস্মিতা।
প্রসঙ্গত আগেই জানা গিয়েছে সোহিনীর প্রেমিকের কথা। জয়সূর্য গুপ্তের সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্ক তাঁর। এই সম্পর্ক নিয়ে আজ অবধি কোনো কিছু গোপন করেননি সোহিনী। তাই সুস্মিতার দাবি সোহিনীর নিজের বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তিনি কেমন তার স্বামী সন্দীপনের সাথে ঘোরাঘুরি, ডিনার কিংবা সিনেমা দেখতে যায় কেন?
তাই অকপটে সুস্মিতা জানিয়েছেন এইভাবে মানসিক যন্ত্রণার কারণে উনি বাধ্য হবেনা আত্মহত্যা করতে। তার দাবি ‘হ্যাঁ, আমার মধ্যে আত্মহত্যার প্রবণতা রয়েছে! এটা বলতে আমি লজ্জিত নই।’ সেইসাথে সুস্মিতা কাতর আর্জি, ‘আমি বাঁচতে চাই। আমার মানসিক পরিস্থিতির ঠিক নেই। আমি যে কোনও মুহূর্তে কিছু করে ফেলতে পারি’।
এমন অভিযোগ পেয়ে চুপ থাকেননি উড়োন তুবড়ি অভিনেত্রী সোহিনীও। এপ্রসঙ্গে মুখ খুলেছিলেন সোহিনী।তিনি বলেছেন ‘এই ব্যাপারে আমার কিছু বলবার নেই। এটা নিয়ে আমি অবাক নই। বন্ধুত্বকে কোনওদিন ব্যাখা করা যায় না তাই আমি কোনও কিছু এক্সপ্লেন করতে চাই না।’ সেইসাথে অভিনেত্রীর সংযোজন ‘মানুষের নজর যেমন কোনও সম্পর্ককে সে তেমনভাবেই দেখে’।জানা যাচ্ছে বিগত এক বছর ধরে আলাদা রয়েছেন সন্দীপন ও সুস্মিতা। আর এই সন্দীপন হলেন সোহিনী আর তার প্রেমিক জয়ের ভালো বন্ধু।