দর্শকদের ভালোবাসায় দিনে দিনে সেরার সেরা হয়ে উঠছে জি বাংলার মিঠাই সিরিয়াল। তাই এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সিরিয়ালে উচ্ছেবাবু অর্থাৎ সিদ্ধার্থের ভূমিকায় অভিনয় করছেন আদৃত রায় (Adrit Roy) এবং মিষ্টি কথার ফুলঝুরি অর্থাৎ মিঠাই রানির চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু (Spumitrisha Kundu)।
নিজের দায়ীত্বে বিয়ে মেনে নেওয়ার পর এখন তুফানমেলের সাথে চুটিয়ে সংসার করছে দাদুর রাগী নাতি। গোপালের হেলেপ নিয়ে উচ্ছেবাবুকে আগের থেকে অনেকটাই সহজ করে তুলেছে মিঠাই। তাই এখন সুযোগ পেলেই সকলের সাথে মাঝে মধ্যেই ইয়ার্কি-ঠাট্টা, হাসি মজা করে সিড। ইতিমধ্যেই বিষয়টা নজরে পড়েছে সকলের।
ইতিমধ্যেই সিরিয়ালে দুর্গাপুজো উপলক্ষে শেষ হয়েছে বিশেষ পর্ব। এই পর্বে দেখা যায় বাড়ির সকল সদস্য ছাড়াও পুজো উপলক্ষে মনোহরায় এসে হাজির একাধিক আত্মীয় স্বজন। সবমিলিয়ে এবছর মনোহরার পুজো একেবারে জমজমাট। টিভির পর্দায় ইতিমধ্যেই সম্প্রচারিত হয়েছে সেই পর্ব।
এরপরেই বিজয়া উপলক্ষে সিরিয়ালে দেখানো হয়েছে বিজয়া সম্মেলনী উৎসব। শুরুতেই সেই অনুষ্ঠানে পায়ে চোট নিয়ে’আইগিরি নন্দিনী’ গানে নাচ করে দর্শকদের মন জয় করে নিয়েছেন সকলের প্রিয় মিঠাই রানি। এরপরেই দেখানো হয় এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ‘চিত্রাঙ্গদা’।
মোদকবাড়ির মেয়েরা এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে চিত্রাঙ্গদা পরিবেশন করে দেখায়। সেখানে শ্রী অর্থাৎ শ্রীতমাকে চিত্রাঙ্গদা রূপে দেখানো হয়। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে বধূ কোন আলো লাগলো চোখে। দর্শকদের মতোই শ্রীয়ের সেই অনবদ্য পারফরম্যান্স মুগ্ধ হয়ে দেখতে থাকে তাঁর স্বামী রাতুলও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই পর্বের একটি ভিডিও ভাইরাল হয়েছে।