• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

RRR এর হাত ধরেই অস্কার আসবে ভারতবর্ষে, গোল্ডেন গ্লোব জেতার পর ঘোষণা কিরাবাণীর

এস এস রাজামৌলী (SS Rajamouli) পরিচালিত ‘আরআরআর’ (RRR) ছবিটি বিশ্ব মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছে। এই ছবির গান ‘নাটু নাটু’র হাত ধরে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছে দেশ। তবে এবার লক্ষ্য হল অস্কার। সেই লক্ষ্যকে সামনে রেখেই এবার আশায় বুক বাঁধছেন এম এম কিরাবাণী (MM Keeravani)। তাঁর কথায়, ভারত এবার নিশ্চিতরূপে অস্কার (Oscar) জিতছে।

সম্প্রতি অস্কার নিয়ে নিজের পরিকল্পনা নিয়ে মুখ খুলেছিলেন এই নামী সঙ্গীত পরিচালক। কিরাবাণী সাফ বলেন, তিনি দ্বিতীয় রাউন্ডের জন্য একেবারে তৈরি। আমেরিকা থেকে একটি দারুণ পুরস্কার দেশে নিয়ে আসার পর এবার অস্কারের জন্য কোমর বাঁধছেন তিনি। কিরাবাণীর গলাতেও শোনা গেল আত্মবিশ্বাসের সুর।

   

MM Keeravani on winning Oscar

‘আরআরআর’ সঙ্গীত পরিচালকের কথায়, ‘এর আগে গোল্ডেন গ্লোব, লস অ্যাঞ্জেলসের ফিল্ম ক্রিটিক্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড এবং ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ড ভারতকে এনে দিয়েছি। আমি আত্মবিশ্বাসী এবার দেশের জন্য আমিই অস্কার জিতে আনব’।

চলতি সপ্তাহের শেষেই আবার আমেরিকার উদ্দেশে রওনা দেবেন কিরাবাণী। দেশ ছাড়ার আগে তিনি বলেন, ‘আগামী মাসের অস্কার আছে। ১০ ফেব্রুয়ারি আমি লস অ্যাঞ্জেলসের উদ্দেশে রওনা দিচ্ছি। ১০ ফেব্রুয়ারি ভ্যারাইটি ম্যাগাজিনের তরফ থেকে আমায় সম্মানিত করা হবে’। তিনি বলেন, বিশ্বের একাধিক নামী তারকার সঙ্গে সম্মানিত করা হবে তাঁকে।

MM Keeravani on winning Oscar

যদিও কিরাবাণী শুধুমাত্র কাজ, সম্মানিত হওয়া এবং অস্কারের জন্যই নয়, ছুটি কাটানোর জন্যেও আমেরিকা যাচ্ছেন। তাঁর কথায়, ‘স্যান জোসেতে কাজিনের সঙ্গে কিছু সময় কাটানোর প্ল্যান আছে। শেষবার গোল্ডেন গ্লোবসের জন্য আমেরিকা গিয়েছিলাম। সেবার আমার কাছে শ্বাস নেওয়ার সময়টুকুও ছিল না। কিন্তু এবার রিল্যাক্স করার জন্য অনেকটা সময় পাওয়া যাবে’।

প্রসঙ্গত, রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’ বক্স অফিসে সফল তো হয়েই ছিল, সেই সঙ্গেই চলচ্চিত্র বিশেষজ্ঞদেরও মুগ্ধ করেছিল এই সিনেমা। পাশাপাশি এই ছবির ‘নাটু নাটু’ গানটি গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতেছে। কিরাবাণীর হাত ধরেই এই সম্মানীয় খেতাব জিতেছে এই দেশ। এবার দেখা যাক, তাঁর হাত ধরেই এত বছর পর ভারতে অস্কার আসে কিনা।