• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মহাগুরু মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানিকে মনে আছে! সেদিনের মেয়ে আজ গ্ল্যাম কুইন, দেখুন ছবি

Published on:

Mithun Chakraborty Daughter Dishani Chakraborty

বাংলার ডিস্কোডান্সার মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) মেয়ে দিশানী চক্রবর্তী (Dishani Chakraborty)। সম্প্রতি রাজ্য রাজনীতিতে গেরুয়া শিবিরে যোগদান করেছেন মিঠুন চক্রবর্তী। গত ৭ই মার্চ বিজেপির ব্রিগেডে দেখা গিয়েছিল মিঠুনকে। এর পর থেকেই শিরোনামে উঠে এসেছেন অভিনেতা। অবশ্য তিনি এক নয় সাথে শিরোনামে উঠে এসেছে মিঠুন কন্যা দিশানী।

Mithun Chakraborty Daughter Dishani Chakraborty

প্রায় সকলেই জানেন মিঠুন চক্রবর্তীর মোট ৪ সন্তান। আর চার সন্তানের মধ্যেই রয়েছে দিশানী।

Mithun Chakraborty Daughter Dishani Chakraborty

যোগিতা বালির সাথে সম্পর্কে থাকা কালীন কলকাতা থেকেই দিশানিকে দত্তক নেন মিঠুন চক্রবর্তী। এরপর তাকে নিজের মেয়ের মতোই বড় করেছেন।

Mithun Chakraborty Daughter Dishani Chakraborty

বর্তমানে দিশানী রয়েছেন নিউ ইয়র্কে ‘Newyork Film Academy’তে অভিনয় নিয়ে পড়াশোনা করছেন।

Mithun Chakraborty,Dishani Chakraborty,Mithun Daughter Dishani,মিঠুন চক্রবর্তী,দিশানী চক্রবর্তী

ইতিমধ্যেই কিছু শর্টফিল্ম ও ছবিতে অভিনয় করেছেন দিশানী। ২০১৭ সালে ‘Holy Smoke’ ছবিতে অভিনয় করেছেন দিশানী। এছাড়াও কিছু শর্টফিল্মেও কাজ করেছেন দিশানী।

Mithun Chakraborty,Dishani Chakraborty,Mithun Daughter Dishani,মিঠুন চক্রবর্তী,দিশানী চক্রবর্তী

দিশানী সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে দিশানীর অনুগামীর সংখ্যা প্রায় ৮০ হাজার ছুঁই ছুঁই।

Mithun Chakraborty Daughter Dishani Chakraborty

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে দিশানীর কিছু ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥