চলতি বছর বলিউডে (Bollywood) একাধিক স্টারকিড (Star kid) ডেবিউ করতে চলেছেন। শাহরুখ খানের মেয়ে সুহানা থেকে শুরু করে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা হয়ে শ্রীদেবী-কন্যা খুশি কাপুর- একাধিক তারকাসন্তান ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন এই বছর। এবার সেই তালিকাতেই নাম তুলতে চলেছেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ছেলে নমশি (Namashi Chakraborty)। সম্প্রতি এই সুখবর জানিয়েছেন সুপারস্টার অমিতাভ বচ্চন নিজে।
মিঠুনের মোট চার ছেলেমেয়ে। তাঁদের মধ্যে বড় ছেলে (Mithun Chakarborty son) মিমো ওরফে মহাক্ষয় আগেই বলিউডে ভাগ্য পরীক্ষা করে ফেলেছেন। যদিও ইন্ডাস্ট্রিতে সেভাবে ছাপ ফেলতে পারেননি তিনি। হাতেগোনা কয়েকটি ছবিতে অভিনয় করলেও বাবার মতো সাফল্য কিংবা খ্যাতি কোনোটাই পাননি মিমো। সুপারস্টার মিঠুনের ছেলে হওয়া সত্ত্বেও অভিনেতা হিসেবে ডাহা ফেল করেছেন তিনি।
বড় ছেলে ব্যর্থ হওয়ার পর এবার ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন মিঠুনের ছোট ছেলে নমশি। ডেবিউর আগে বি টাউনে তাঁকে স্বাগত জানিয়েছেন ‘শেহেনশাহ’ অমিতাভ। নমশির কাছে তাঁর পরিচিতি অবধ্য ‘অমিত আঙ্কল’ নামে। মিঠুন এবং ‘বিগ বি’র সখ্যতার কথা কারোর অজানা নয়। এত বছর পরেও তাঁদের সেই বন্ধুত্ব অটুট রয়েছে। তাই স্বাভাবিকভাবেই বন্ধুর ছেলের ডেবিউর আগে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ।
আজ থেকে তিন বছর আগে অর্থাৎ ২০২০ সালে মুক্তি পেয়েছিল নমশির ডেবিউ ছবির পোস্টার। সাজিদ কুরেশি প্রযোজিত ‘ব্যাড বয়’ ছবির মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে পা রাখছেন তিনি। নমশির বিপরীতে দেখা যাবে সাজিদ-কন্যা আমরিনকে। ছবিটি পরিচালনা করেছেন নামী পরিচালক রাজকুমার সন্তোষী।
সম্প্রতি নমশি-আমরিনের ছবির একটি গানের দৃশ্য নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন অমিতাভ। ক্যাপশনে লেখেন, ‘আমার শুভ কামনা রইল’। সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর জানিয়ে মিঠুন-পুত্র লেখেন, ‘আমি তোমায় ভালোবাসি অমিত আঙ্কল’। ধন্যবাদ জানিয়েছেন আমরিনও।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৮ সালে ‘জিমি’ সিনেমার হাত ধরে বলিউডে পা রেখেছিলেন মিঠুনের বড় ছেলে মিমো। এরপর ‘হন্টেড থ্রিডি’, ‘ইশক কে দরিয়া’র মতো কিছু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও টলিউডের কিছু সিনেমাতেও তাঁকে দেখেছিলেন দর্শকরা। যদিও বাবা মিঠুনের মতো সফল হতে পারেননি মিমো।