• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাতৃহারা মিঠুন চক্রবর্তী! মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা, মুম্বাই থেকে জানালেন ছেলে নমশি

Published on:

Mithun Chakraborty's mother Shantirani Chakraboty passed away

Mithun Chakraborty’s mother Shantirani Chakraboty passed away: মেগাস্টার মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) জীবনে আচমকাই নেমে এল এক বিরাট শোকের ছায়া। বাবাকে হারানোর পর এবার মাতৃহারা হলেন বাংলার এই ভূমিপুত্র। একসময় উত্তর কলকাতার জোড়া বাগানের বাড়িতে চার ভাই বোন ও বাবা মার সাথে থাকতেন মিঠুন। সেই থেকেই প্রথম স্ট্রাগল শুরু হয় অভিনেতার। বাঙালি এই তরুণের লড়াইয়ের কথা কমবেশি জানেন সকলেই।

অভিনয় জগতে মিঠুনের প্রতিষ্ঠা পাওয়ার লড়াইয়ের কাহিনী যেন একেবারে সিনেমার চিত্রনাট্য। একসময় তিনি যেমন কষ্ট করেছেন পরে পরে তার ফলও পেয়েছেন। এখন অভিনেতার জীবনে নাম-যশ-খ্যাতি অর্থ কোন কিছুরই অভাব নেই। পরবর্তীতে মিঠুন যখন মুম্বাইতে প্রতিষ্ঠিত তখন মা শান্তিরানী চক্রবর্তীকে (Shantirani Chakraborty) রেখেছিলেন নিজের কাছেই।

Mithun Chakraborty's mother Shantirani Chakraboty passed away

এতদিন ছেলের কাছেই থাকতেন। শুক্রবারেই আচমকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতার মা। এই খবর ঝড়ের চাউর হতেই তৈরি হয় নানা ধরনের বিভ্রান্তি। তাই এই খবর সত্যি কিনা তা জানতে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল মিঠুনের ছোট ছেলে নমশি চক্রবর্তীর সাথে। জবাবে এদিন নমশি  জানিয়েছেন ‘হ্যাঁ খবরটা সত্যি। ঠাকুমা আর আমাদের মধ্যে নেই’।

মায়ের মৃত্যুতে মিঠুন চক্রবর্তীর জীবনে তৈরি হয়েছে এক বিরাট বড় শূন্যস্থান। যা এককথায় অপূরণীয়।  অভিনেতার এই শোকের সময় তাঁর পাশে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধরাও। সমবেদনা জানিয়েছেন অনেকেই।  প্রসঙ্গত মিঠুন চক্রবর্তীকে বর্তমানে দেখা যাচ্ছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে।

Mithun Chakraborty son Namasi Chakraborty takes big decesion

বহুদিন পর এই শোয়ের হাত ধরেই বাংলা টেলিভিশনের পর্দায় ফিরেছেন মিঠুন। কিছুদিন আগেই এই শোতে বসেই বাবার মৃত্যুর স্মৃতিচারণা করেছিলেন অভিনেতা। আর কাকতালীয়ভাবে তার কয়েকদিনের মধ্যেই মাকে হারালেন মিঠুন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥