• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এত বছর পরেও শুধু গসিপ আর হিংসা! ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী

Published on:

Mithun Chakraborty opens up about tollywood industry

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) নামটাই যথেষ্ট। তাঁকে এক ডাকে চেনে গোটা বিনোদন জগত। বাংলা সিনেমা (Bengali Cinema) দিয়ে অভিনয়ে হাতেখড়ি হলেও একটা সময় অভিনয় করেছেন হিন্দির পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে প্রায় হাফ সেঞ্চুরি করতে চলেছেন এই এভারগ্রিন অভিনেতা। ৭২ বছর বয়সে এসেও বলিউডের (Bollywood) এই  ডিস্কো কিংয়ের (Disco King) উপস্থিতিতে ঝড় ওঠে টিভির পর্দায়।

দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন মিঠুন এককথায় বর্তমান প্রজন্মের অভিনেতাদের কাছে এককথায়  বট গাছের মতো। দীর্ঘদিন ধরে অভিনয়ের সাথে যুক্ত থাকার সূত্রেই  মিঠুন এখন একজন বর্ষীয়ান অভিনেতা। কাজের সূত্রেই এই ইন্ডাস্ট্রি থেকে ধুলি ভর্তি অভিজ্ঞতা হয়েছে তাঁর।

Mithun Chakraborty

যদিও একসময় অভিনয়ে আসার জন্য কঠিন লড়াই করতে হয়েছিল অভিনেতাকে। জীবনে নানান চড়াই উৎরাই পেরিয়ে তবেই  সাফল্যের স্বাদ পেয়েছেন মিঠুন। তবে যে সময় মিঠুনের ক্যারিয়ার শুরু হয়েছিল তখনকার থেকে এখনকার ইন্ডাস্ট্রিতে এসেছে অনেক বদল।

একজন বর্ষীয়ান অভিনেতা হিসেবে তিনি ইন্ডাস্ট্রিতে কি ধরনের বদল দেখেছেন সম্প্রতি একথাই জানতে চাওয়া হয়েছিল অভিনেতার কাছে। উত্তরে মিঠুনের সপাট জবাব ইন্ডাস্ট্রিতে হয়তো অনেক কিছু পাল্টেছে ঠিকই তবে যেটা পাল্টায়নি সেটা হল হিংসা।

Mithun Chakraborty Salary Struggle period

ডিস্কো কিং-এর কথায় একবার যদি কোন হিরো অথবা সুপারস্টারের ছবি হিট করে যায় তাহলে বাকিদের রাতের ঘুম উড়ে যাবে। এই হিংসাটা একেবারে বদলায়নি। আরো একটা বদল প্রসঙ্গে অভিনেতার জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে লোকের কথা শুনতেই হবে। তাই এক্ষেত্রে যতটা সম্ভব নিজেকে শান্ত রাখাই ভালো।

মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,বাংলা সিনেমা,Bengali Cinema,বলিউড,Bollywood,ডিস্কো কিং,Disco King,সিনেমা জগৎ,Film Industry,বিস্ফোরক মন্তব্য,Explosive Comment

কথায় আছে তারকাদের জীবন যেন বইয়ের খোলা পাতার মতো। তাই তাঁদের জীবন নিয়ে যে গসিপ হবে না, এমনটা কিন্তু হয় না। তাই মিঠুন এ প্রসঙ্গে জানিয়েছেন ‘দ্বিতীয় হল গসিপ। যে অন্যকে নিয়ে সমালোচনা – গসিপ বেশি করতে পারবে, তার কদর খুব বেশি। এই দুই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি একেবারেই বদলায় নি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥