• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নাতি-নাতনির মুখ দেখবেন ‘মহাগুরু’, মা হতে চলেছেন মিঠুনের পুত্রবধূ মাদালসা!

ভারতীয় মেগা মেগা স্টার মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) এক ডাকে চেনেন গোটা দুনিয়া। তাই তাঁর নামটাই যথেষ্ট। আলাদা করে তাঁর আর পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। প্রসঙ্গত মিঠুন কিন্তু একা  নন তাঁর পরিবারের আরও  অনেকেই যুক্ত রয়েছেন এই অভিনয় পেশার সাথে।

মিঠুনের স্ত্রী যোগিতা বালি থেকে শুরু করে দুই ছেলে মিমো,নমশী এবং বড় বৌমা মাদালসা শর্মা (Madalsa Sharma) প্রায় সকলেই যুক্ত রয়েছেন এই অভিনয় পেশার সাথে। প্রসঙ্গত অভিনয় জগতে সাফল্যের দিক দিয়ে মিঠুনের বড় ছেলে মিমোর থেকে কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই তার স্ত্রী মাদালসা।

   

Mithun Chakraborty family, Mithun Chakraborty daughter in law, Mithun Chakraborty and Madalsa Sharma

এবার শোনা যাচ্ছে মিঠুন চক্রবর্তীর পরিবারে আসতে চলেছে একজন নতুন সদস্য। মা হতে চলেছেন মিঠুন চক্রবর্তীর বড় বৌমা মাদালসা অর্থাৎ দাদু হচ্ছেন মিঠুন। তবে এমনটা কিন্তু বাস্তবে নয় ঘটতে  চলেছে টিভি সিরিয়ালের পর্দায়। আসলে মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ মাদালসা বর্তমানে অভিনয় করছেন অত্যন্ত জনপ্রিয় একটি হিন্দি সিরিয়ালে ‘অনুপমা’তে।

যা স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘শ্রীময়ী’ থেকে অনুপ্রাণিত। এই ধারাবাহিকে বাংলার জনপ্রিয় খলনায়িকা অর্থাৎ জুন আন্টি থেকে অনুপ্রাণিত চরিত্র কাব্যর ভূমিকায় অভিনয় করছেন মাদালসা। প্রসঙ্গত বাংলা ধারাবাহিকের থেকেও জনপ্রিয়তার দিক দিয়ে অনেকটাই ছাপিয়ে গিয়েছে এই হিন্দি সিরিয়ালটি।

বলিউড,Bollywood,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,বৌমা,Daughter In Law,মাদালসা শর্মা,Madalsa Sharma,গর্ভবতী,Pregnant,অনুপমা,Anupama,কাব্যা,Kavya

তাই টেলিভিশনের জগতে সিরিয়ালটি রমরমিয়ে চলতে থাকায় এখনই তা বন্ধ না করে গল্প আরও এগিয়ে নিয়ে যাওয়ার  সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এরই মধ্যে ধারাবাহিকে আগমন ঘটেছে মায়া নামের আরও এক নতুন চরিত্রের। যাকে নিয়ে অনুপমা এখন তার দ্বিতীয় স্বামী অনুজের সাথে থাকছে।

বলিউড,Bollywood,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,বৌমা,Daughter In Law,মাদালসা শর্মা,Madalsa Sharma,গর্ভবতী,Pregnant,অনুপমা,Anupama,কাব্যা,Kavya

অন্যদিকে অনুপমার প্রথম স্বামী বনরাজ কাব্যকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এরই মধ্যে জানা যাচ্ছে কাব্য  সন্তান সম্ভাবা হয়ে পড়েছে। বনরাজ কাব্যকে আর কোনোভাবে একা ছাড়তে চাইছে না। এবার দেখার আগামীদিনে গল্পে নতুন কি টুইস্ট আসে।