• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রবি ঠাকুরের কাবুলিওয়ালা হচ্ছেন মিঠুন! ছবি বিশ্বাসের ম্যাজিক ফেরাতে পারবেন নতুন রহমত?

Published on:

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,রবীন্দ্রনাথঠাকুর,Rabindranath Taggore,কাবুলিওয়ালা,Kabuliwala,রহমত,Rahomot,মিনি,Mini,আইকনিক চরিত্র,Iconic Character

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা জনপ্রিয় ছোটগল্প ‘কাবুলিওয়ালা’র (Kabuliwala)কথা উঠলেই বাঙালির মনে ভিড় করে আসে একরাশ নস্টালজিয়া। জনপ্রিয় এই ছোট গল্পের রহমত আর মিনির অসমবয়সী বন্ধুত্বের স্বাদ আজও ভুলতে পারেনি কেউই। ছোট গল্প হলেও রবি ঠাকুরের কাবুলিওয়ালা বরাবরই মুগ্ধ করেছে সিনেমার পরিচালকদেরও।

বাংলার অন্যতম আইকনিক এই চরিত্রটিতে এবার অভিনয় করতে চলেছেন জনপ্রিয় মেগাস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ইতিপূর্বে বাংলা এবং হিন্দি উভয় ভাষাতে এই কাবুলিওয়ালার গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা। ১৮৯২ সালে প্রকাশিত এই গল্প নিয়ে ১৯৫৬ সালে খ্যাতনামা পরিচালক তপন সিনহাই (Tapan Sinha) প্রথম বড়পর্দায় এনেছিলেন কাবুলিওয়ালা আর তাঁর মিনি খুকির বন্ধুত্বের গল্প।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,রবীন্দ্রনাথঠাকুর,Rabindranath Taggore,কাবুলিওয়ালা,Kabuliwala,রহমত,Rahomot,মিনি,Mini,আইকনিক চরিত্র,Iconic Character

তপন সিনহা পরিচালিত এই ক্লাসিক সিনেমাতে রহমতের চরিত্রে কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাসের অভিনয় আজও চোখে লেগে রয়েছে বাংলা সিনেমার দর্শকদের। অন্যদিকে মিনির চরিত্রে দর্শক দেখেছিলেন ঐন্দ্রিলা ঠাকুরকে। পরবর্তীতে ১৯৬১ সালে একই গল্প নিয়ে হিন্দিতে বিমল রায়ের পরিচালনায় তৈরি হয় আরও এক  ‘কাবুলিওয়ালা’। সেখানে কাবুলিওয়ালা চরিত্রে অভিনয় করেছিলেন বালরাজ সাহানি।

এছাড়াও হেমেন গুপ্তা পরিচালিত আরও একটি  ছবিতে দেখা গিয়েছিল ড্যানি ডেনজংপাকে। আর এবার বাংলা সিনেমার অন্যতম এই কাবুলিওয়ালার জুতোয় পা গলাতে চলেছেন সকলের প্রিয় মিঠুন চক্রবর্তী। কাবুলিওয়ালা রহমতের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতেই এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতির চালাচ্ছেন অভিনেতা। বড়পর্দায়  শেষবার অভিনেতাকে দেখা গিয়েছে সুপার হিট বাংলা সিনেমা প্রজাপতিতে।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,রবীন্দ্রনাথঠাকুর,Rabindranath Taggore,কাবুলিওয়ালা,Kabuliwala,রহমত,Rahomot,মিনি,Mini,আইকনিক চরিত্র,Iconic Character

দেব-মিঠুন অভিনীত প্রজাপতি ডানা মেলেছিল গত বছরের ডিসেম্বরেই। বড়দিনের মুক্তির পর ইতিমোধ্যেই এই সিনেমা সগৌরবে পার করে ফেলেছে ১০০ দিন।  এখন দেখার প্রজাপতির ঝড়ো ব্যাটিংয়ের পর কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস অভিনীত কাবুলিওয়ালা চরিত্রের ম্যাজিক বড়পর্দায়  কতখানি ফুটিয়ে তুলতে পারেন মিঠুন।

প্রসঙ্গত  পরিচালক সুমন ঘোষের সাথে এই নিয়ে দ্বিতীয় বার জুটি বাঁধতে চলেছেন মিঠুন। ইতিপূর্বে ২০১১ সালে সুমন ঘোষ পরিচালিত ‘নোবেল চোর’ সিনেমায় অভিনয় করেছিলোন মিঠুন। এখনও পর্যন্ত যা খবর তাতে জানা যাচ্ছে আগামী দিনের কলকাতা সহ আফগানিস্তানেও হবে এই সিনেমার শুটিং। তবে মিনি এবং অন্যান্য চরিত্রে কারা অভিনয় করতে চলেছেন সে বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি। জানা যাচ্ছে ছবির প্রযোজনার দায়িত্বে থাকছে এসভিএফ (SVF)।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥