• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভয় ধরে গিয়েছে মহাগুরুর! একই দিনে প্রভাসের ‘রাধে শ্যামের’ সাথে মুক্তি পাবে মিঠুনের ছবি

একসময় বাংলা কিংবা হিন্দি উভয় সিনেমা জগতের পর্দা কাঁপানো নায়ক হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। টলিউড থেকে বলিউড উভয় ইন্ডাস্ট্রিতেই একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে, দিনের পর দিন মনোরঞ্জন করে চলেছেন দর্শকদের। বাংলার ইন্ডাস্ট্রির ডিস্কো ডান্সার হিসাবেও পরিচিত মিঠুন চক্রবর্তীই। এমনকি বর্তমানে ৭১ বছর বয়স হলেও কাজ করে চলেছেন। এইমুহুর্তে জনপ্রিয় রিয়েলিটি শো ‘হুনরবাজ’-এর বিচারকের আসন আলো করে রয়েছেন মিঠুন।

সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই শো-য়ের সঞ্চালক ভারতী সিং এর সাথে মহাগুরুর খুনসুটির ভিডিও ভাইরাল হয়। কিন্তু ছোট পর্দায় মহাগুরুকে মাঝেসাঝে দেখা গেলেও বড় পর্দায় তার অনেক দিন দেখা নেই। কিন্তু এতদিন পর তার সিনেমা বেরোনোর আগেও বড়সড় প্রতিদ্বন্দ্বী পেলেন মিঠুন। এবার বক্স অফিসে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রভাসের সাথে টক্কর দিতে হবে মিঠুনকে।

   

Mithun Chakraborty Opens up about financial struggle in corona

বলাই বাহুল্য ধীরে ধীরে দক্ষিণী ছবির জনপ্রিয়তা হার মানাচ্ছে বলিউডকেও। তার জলজ্যান্ত প্রমাণ আল্লু অর্জুনের পুষ্পা। এবার দক্ষিণী অভিনেতা প্রভাসের (Prabhas) ছবি নতুন রেকর্ড গড়ল। গতবছর নভেম্বরে সামনে এসেছিল প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত ছবি ‘রাধে শ্যাম’ (Radhe Shyam) এর ট্রেলার ভিডিও। এবার মুক্তির আগেই কাঁপিয়ে দিয়েছে ‘রাধে শ্যাম।

মিঠুন চক্রবর্তী,প্রভাস,রাধে শ্যাম,কাশ্মীর ফাইলস,Mithun Chakraborty,radhe shyam,Kashmir files

আগামী ১১ ই মার্চ মুক্তি পাওয়ার কথা রাধে শ্যাম, আর ঐ দিনেই মুক্তি পাবে মিঠুনের বিতর্কিত ফিল্ম ‘দ্য কাশ্মীর ফাইলস’। জানা যাচ্ছে, মুক্তির আগেই হুড়মুড়িয়ে বিক্রি হয়ে গিয়েছে প্রভাসের ছবি রাধে শ্যামের টিকিট। একদিকে প্রভাস তার উপর বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে শ্যাম’। সুপারস্টারের এই ছবির সাথে কতটা প্রতিযোগিতা করতে পারবে মিঠুনের ছবি এখন প্রশ্ন সেখানেই।

 

বিবেক জানিয়েছেন, ‘রাধেশ‍্যাম’ নিয়ে এতটুকুও ভাবিত নন তিনি। তাঁর মতে, ‘দ্য কাশ্মীর ফাইলস’ শুধুমাত্র একটি ফিল্ম নয়, এটি একটি মিশন। এখন পুরো অবস্থা জানা যাবে দুটি ছবি মুক্তি পাওয়ার পরেই।