• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৌমা মাদালসার জন্য সেট এ পৌঁছলেন মিঠুন চক্রবর্তী, সেখানে গিয়ে দিলেন দুর্দান্ত চমক

Published on:

Mithun Chakraborty Daughter in Law Madalsa Sharma মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ মাদালসা

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), বাংলা সিনেমার জগতে একটি জনপ্রিয় নাম। মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ হলেন মাদালসা শর্মা চক্রবর্তী (Madalsa Sharma Chakraborty)। বর্তমানে তিনি জনপ্রিয় টেলিভশন সিরিয়াল অনুপমা তে অভিনয় করছেন। সিরিয়ালে কাব্যারভূমিকায় অভিনয় করছেন মাদালসা। এবার অনুপমার সিরিয়ালের কাস্টিং সদস্যরা একটা দুর্দান্ত সারপ্রাইজ পেলেন। যা দিলেন বাংলার ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী নিজেই। সেটে শুটিং চলাকালীন বৌমার জন্য খাবার নিয়ে হাজির হলেন স্বয়ং মিঠুন চক্রবর্তী।

মাদালসা নিরামিষ খান, তাই তার পছন্দের ভেজ বিরিয়ানী নিয়েই সেটে হাজির হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। বৌমা মাদালসার পাশাপাশি শুটিং সেটের সমস্ত সদস্যের জন্য ছিল ভেজ বিরিয়ানী। মাদালসা নিজের শশুর মিঠুন সম্পর্কে বলতে গিয়ে বলেছেন , ‘আমার শশুর একজন দুর্দান্ত শেফ। রান্না সম্পর্কে তার ধারণা এককথায় অসাধারণ। মাঝেমধ্যেই তিনি নিজের মতন করে কিছু রেসিপি তৈরী করেন ও রান্না করেন, যেটা রান্না হলে আমি চেখে দেখি। খাবার পরে যেটা পাই সেটা হল দুর্দান্ত টেস্টি খাবার’। অভিনেত্রী মাদালসার জন্য পাঠানো ভেজ বিরিযায়ী গোটা শুটিং সেটের মেম্বারদের সাথে সেটি উপভোগ করেছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, সিরিয়ালে কাজ করার জন্য বেশ  উৎসাহী ছিলেন মাদালসা। তিনি বলেন ‘এই কাজটি আমার কাছে স্বপ্ন সত্যি হবার মত’। রাজন শাহীর সাথে কাজ করছেন মাদালসা সিরিয়ালে। সিরিয়ালে কাব্যার চরিত্রের অফার শুনেই হ্যাঁ করে দিয়েছিলেন মাদালসা। কারণ কাব্যর বাকিদের থেকে আলাদা একটা চিন্তাধারা আছে , তাছাড়া একটি খুব দৃঢ় একটি চরিত্র।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥