টলিউডের ফাটাকেষ্ট বলুন বা মহাগুরু একটাই নাম আসবে সবার আগে সেটা হল মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। একসময় টলিউডে যার ছবি বেরোনো মানেই সুপারহিট তিনিই হলেন মিঠুন চক্রবর্তী। সলিড ডায়লগ থেকে অ্যাকশন আর সাথে দুর্দান্ত অভিনয় দিয়ে মন জিতেছেন লক্ষ লক্ষ দর্শকদের। এবার সেই মিঠুন চক্রবর্তী ছোট ছেলে নমসী চক্রবর্তী (Namsi Chakraborty) নামছে টলিউডে। শীঘ্রই আসছে মিথুনপুত্রের প্রথম ছবি।
মিঠুনের ছোট ছেলে নমসী চক্রবর্তী, শীঘ্রই বড়পর্দায় দেখা যাবে তাঁকে। অনেক দিন ধরেই মিঠুন পুত্রের অভিনয়ে নামার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এবার একেবারে নিশ্চিত বলিউড দিয়েই অভিনয় কেরিয়ারের শুরু করছেন নমসী। ব্যাড বয় ছবি দিয়েই বলিউডে পা রাখছেন মিথুনপুত্র। অবশ্য প্রথম ছবিতে সাথে থাকছে বাবা মিঠুন চক্রবর্তীও। জীবনের প্রথম ছবিতে বাবার সাথে কাজ করতে পেরে উচ্ছসিত নমসী।
নমসীর মতে, ‘আমার আইডলের সাথেই স্ক্রিন শেয়ার করতে পারছি, এটা আমার কাছে ভাগ্যের বিষয়। ৩৫০ এরও বেশি ছবিতে কাজ করেছেন এমন একজন অভিনেতা তিনি। তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তা সত্ত্বেও আমার মত একজন নবাগতের সাথে কাজ করেছেন। এটা আমার কাছে পরম সৌভাগ্যের ব্যাপার, এর থেকে বেশি কি হতে পারে! আমি সত্যিই ইমোশনাল হয়ে পড়ছি। সারাটা জীবন আমি কৃতজ্ঞ থাকব’।
আসন্ন নতুন ছবিটিতে নমসীর বিপরীতে থাকবে নতুন মুখ। সিনেমার প্রযোজক সাজিদ কুরেশির মেয়ে আমরিন কুরেশিকে দেখা যাবে হিরোইন হিসাবে। তার কথাতেও একই সুর, যে লেজেন্ডের নাচ আমার দারুন পছন্দ তার সাথেই কাজ করার সুযোগ মিলেছে প্রথম ছবিতে। এটা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার, এমনটা খুব কম লোকই পায়। এই ছবিতে একটি আইটেম গানে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে।
ইতিমধ্যেই ছবির শুটিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। তবে করোনা মহামারীর কারণে ছবিটির রিলিজে দেরি হচ্ছে। পরিস্হিতি স্বাভাবিক হলেই হয়তো ছবিটির রিলিজের দিন ঘোষণা হতে পারে। প্রসঙ্গত, এর আগে মিঠুনের আরেক ছেলে মহাক্ষয় চক্রবর্তী অভিনয় শুরু করেছিল। তবে টলিউডে ছবি রিলিজ হলেও সেভাবে সাফল্য লাভ করতে পারেনি। এরপর একসময় ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছে সে.