• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মহাগুরু’র মুকুটে নয়া পালক, অস্কারে The Kashmir Files! নিন্দুকদের একহাত নিলেন মিঠুন চক্রবর্তী

Published on:

Mithun Chakraborty reply to critisizer after The Kashmir Files got shortlisted for Oscar

সম্প্রতি সম্মানীয় গোল্ডেল গ্লোব পুরস্কার জিতেছে ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ফের ভারতীয় সিনেপ্রেমীদের জন্য এল আরও একটি সুখবর। এবার একসঙ্গে অস্কার (Oscar) জয়ের দৌড়ে ঢুকে পড়ল ভারতের চারটি সিনেমা। সেই লিস্টে নাম রয়েছে বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী অভিনীত সুপারহিট ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’এর (The Kashmir Files)।

সম্প্রতি দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের তরফ থেকে বেশ কয়েকটি ছবির নাম প্রকাশ করা হয়েছে যেগুলি চলতি বছরের অস্কার জয়ের দৌড়ে মনোনীত হতে পারে। সেই লিস্টেই নাম রয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’এর। এছাড়াও নাম রয়েছে ’গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’, ‘কানতারা’ এবং ‘আরআরআর’এর।

The Kashmir Files

গত বছর বয়কটের মরসুমে যে ক’টি হাতেগোনা বলিউড সিনেমা বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল, তার মধ্যে একটি হল ‘দ্য কাশ্মীর ফাইলস’। মিঠুন চক্রবর্তী-অনুপম খের অভিনীত সেই সিনেমা দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। যদিও পরে IFFI জুরি হেড নাদাভ লাপিড এই ছবিটিকে ‘জঘন্য’ এবং ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর জন্য তৈরি বলে দাবি করে বিতর্কের সৃষ্টি করেছিলেন।

স্বাভাবিকভাবেই এবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ অস্কারের জন্য মনোনীত হওয়ার দৌড়ে ঢুকে পড়ায় নাদাভকে একহাত নিয়েছেন ছবির কলাকুশলীরা। অনুপম যেমন এক নামী সংবাদমাধ্যমকে বলেন, ’৩২ বছর ধরে এই দুঃখজনক ঘটনাটি লুকিয়ে রাখা হয়েছিল এবং ৩২ বছর পর যখন ছবিটি রিলিজ করে তখন সম্পূর্ণ দুনিয়া স্বাগত জানিয়েছিল। কিন্তু কিছু মানুষ রয়েছে যারা এই বিষয়ে অনেক মন্তব্য করেছিলেন। শুধু ছবিটিই নয়, আমিও সেরা অভিনেতা বিভাগে শর্টলিস্ট হয়েছি। এটা দারুণ অভিজ্ঞতা’।

Anupam Kher The Kashmir Files

অনুপমের সংযোজন, ‘এটা খুশি হওয়ার সময়। ১৫ মিনিটের জন্য জনপ্রিয় হতে চেয়ে যে মানুষরা বিতর্ক করে তাঁদের মনে রাখার সময় নয়। এই সময় তাঁদের ব্যাপারে আর কীই বা কথা বলব! ওনারা নিজেদের জবাব ঠিক পেয়ে যাবেন’।

Mithun Chakraborty in The Kashmir Files

একই সুর শোনা যায় বঙ্গ তনয় মিঠুনের গলাতেও। ‘মহাগুরু’ বলেন, ‘কাশ্মীর ফাইলস মনোনীত হওয়ায় দারুণ লাগছে। সমালোচকদের জন্য যোগ্য জবাব। সেই জুরি, যিনি এই ছবিটিকে জঘন্য এবং প্রোপাগান্ডা ছড়ানোর জন্য তৈরি বলেছিলেন, তিনি নিজের জবাব আজ পেয়ে গিয়েছেন’। প্রসঙ্গত,  দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের তরফ থেকে প্রকাশিত তালিকায় ;দ্য কাশ্মীর ফাইলস’সহ যে ছবিগুলির নাম রয়েছে সেগুলি বিভিন্ন বিভাগে অস্কারের দৌড়ে লড়াই করার জন্য সক্ষম। কিন্তু শেষ পর্যন্ত মনোনীত হল কিনা তা আগামী ২৪ জানুয়ারিতেই জানা যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥