বাপ্পী লাহিড়ী (Bappi Lahiri) প্রয়াত হয়েছেন গত বুধবার। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রাণ যায় তাঁর। বহু মানুষের জীবনেই বাপ্পী লাহিড়ীর অবদান অনস্বীকার্য, এবং সেই তালিকার অন্যতম নাম মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ‘আই অ্যাম ডিস্কো ডান্সার’ নেচেই সেই সময় বলিউডে নিজের অস্তিত্বের জানান দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী । আর মিঠুনের নাচের সাথে সেই সময় বাপ্পী লাহিড়ীর ওমন কম্পোজিশন ছাড়া দেশের বুকে ‘ডিস্কো’র প্রচলন করা কার্যত অসম্ভব ছিল।
আশির দশকে রচিত এই গানের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও সমান জনপ্রিয় হয়েছিল। বলাই বাহুল্য ভারতে ডিস্কো গানের প্রবেশ বাপ্পি লাহিড়ীর হাত ধরেই। আর তাঁর এই গানের জেরেই বদলে গিয়েছিল মিঠুন চক্রবর্তীর ভাগ্য।
আর বন্ধুকে একা ছেড়েই পরলোকে পাড়ি দিয়েছেন ডিস্কো কিং। বন্ধুর মৃত্যুর খবর পেয়েও বাপ্পী লাহিড়ীর মরদেহের সামনে দাঁড়ানোর সাহস হয়নি মিঠুনের। তার বক্তব্য বন্ধুর হাসিমুখই তিনি মনে রাখতে চান বন্ধু বাপ্পীকে। আর তাকে স্মরণ করেই দুই ছেলের সাথে ‘ডিস্কো ডান্সার’ গানে নাচলেন মহাগুরু।
সেই ভিডিও এদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিঠুন পুত্র নমশী চক্রবর্তী। নমশী এবং মিমো দুই ছেলের সাথে জমিয়ে ডিস্কো ডান্সার নাচের ভিডিও বেজায় মনে ধরেছে নেটিজেনদের। ভিডিওটি ‘হুনরবাজ’-এর সেটে তোলা।
View this post on Instagram
বাপ্পিদার প্রয়াণের তিন দিনের মাথায় এক সাক্ষাৎকারে আবেগঘন হয়ে পড়েছেন অভিনেতা। ছলছল চোখে তিনি জানান, ‘বাপ্পিদা আমার নাচ বুঝতেন। খুব খোলা মনের মানুষ ছিলেন বাপ্পি দা। এতো বড়মাপের একজন শিল্পী হলেও তাঁর মধ্যে কোন অহংকারবোধ ছিল না। আমি কোনো গান শুনে বাপ্পিকে ওই ধরণের গান তৈরী করার জন্য বললে সেটা মন দিয়ে শুনতেন। যেটা অন্য কোনো সংগীত পরিচালককে বলার সাহস হত না’।