মাদালসা শর্মা (Madalsa Sharma) মূলত হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীদেড় মধ্যে একজন। তবে, অভিনেত্রীর আরো একটি পরিচয় রয়েছে। বাংলার প্রিয় টলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ছেলে মহাক্ষয় চক্রবর্তীর বউ মাদালসা। অর্থাৎ টলিউডের রকস্টারের পুত্রবধূ মাদালসা শর্মা। মিঠুনের ছেলে মহাক্ষয় অভিনয়ে নামতে চেয়েছিলেন কিন্তু ব্যর্থ হয়েছিলেন। তবে ছেলে না পারলেও হিন্দি সিরিয়ালের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বউমা মাদালসা।
সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় মাদালসা শর্মা। মাঝে মধ্যেই নিজের ছবি শেয়ার করে অনুগামীদের মাতিয়ে রাখেন অভিনেত্রী। কখনো হালকা রঙের ট্রান্সপারেন্ট শাড়ি তো কখনো স্বল্প পোশাকে বোল্ড লুক। নিজের লাস্যময়ী রূপে নেটিজেনদের বিভোর করতে বেশ পটু অভিনেত্রী।
শশুর মশাই অর্থাৎ মিঠুন চক্রবর্তীর সাথে বেশ ভাব রয়েছে মাদালসার। প্রায়শই মিঠুন চক্রবর্তীর সাথে দেখতে পাওয়া যায় মাদালসাকে। এমনকি বউমার শুটিং সেটা মিঠুন নিজে যান খাবার দিতে। একসময় এই খবর প্রকাশ্যে আসতে ভাইরাল হয়ে পড়েছিল।
অভিনেত্রীর শেয়ার করা বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়ে পরে। যেমন সম্প্রতি কাধেকাটা ব্ল্যাক ব্লুজ আর ঝলমলে শাড়িতে একরাশ হাসি নিয়ে দুর্দান্ত ছবি শেয়ার করেছেন অভিনেত্রী যা শেয়ার হবার কিছু মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে যায় ও তাতে কয়েক হাজার লাইক আসতে শুরু হয়ে গিয়েছে।
এরআগেও স্বল্প পোশাকে বোল্ড লুকে হাজির হয়েছেন মাদালসা শর্মা। যেখানে টু পিস পোশাকের সাথে ট্রান্সপারেন্ট ওভারকোট পরে দেখা গিয়েছিলো অভিনেত্রীকে।
কিছুদিন আগে বছরের শুরুতে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন মাদালসা। সেখানে সমুদ্রের নীল জলরাশির মধ্যে চরম লাস্যময়ী রূপে দেখা গিয়েছিলো অভিনেত্রীকে।
এছাড়াও সুইমিংপুলের ধরে ককটেল হাতে স্বল্প পোশাকে দেখা গিয়েছিলো অভিনেত্রীকে। যে ছবি বেশ ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে।