• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোটবেলা মনে পড়ে যাচ্ছে ! ১০ বছর পর মিঠুন চক্রবর্তীকে মহাগুরুর আসনে দেখে উচ্ছাস ভক্তদের

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) নামটাই একটা ব্র্যান্ড! তাই তাঁর আর আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। বাংলার গন্ডী ছাড়িয়ে ভারতীয় সিনেমার হার্টথ্রব এই ডিস্কো কিং আজও অসংখ্য মানুষের কাছে আবেগের আর এক নাম। আজও তাঁর পর্দা কাঁপানো সংলাপ শুনে গোটা সিনেমাহল ভরে ওঠে  মুহুর্মুহু হাততালি আর সিটিতে। এই ৭১ বয়সে পৌঁছেও স্টারডম কীভাবে ধরে রাখতে হয় তা শেখা উচিত মিঠুন চক্রবর্তীর কাছ থেকে।

আট থেকে আশি প্রজন্মের পর প্রজন্ম ধরে অব্যাহত মিঠুন ম্যাজিক। নাম, যশ, অর্থ, প্রভাব, প্রতিপত্তি থেকে শুরু করে কী নেই তাঁর কাছে। সেইসাথে রয়েছে দেশজোড়া খ্যাতি। তবে এই সাফল্য অভিনেতার জীবনে রাতারাতি আসেনি। তার জন্য একসময় কঠিন লড়াইয়ের মধ্যে দিয়েই জীবনের অনেক চড়াই উতরাই পেরোতে হয়েছে অভিনেতাকে। যা স্বপ্ন দেখতে ভালোবাসা বলা ভালো, স্বপ্ন নিয়ে বাঁচা যে কোনো মানুষকে যোগায় অসম্ভব অনুপ্রেরণা।

   

Mithun Chakraborty,মিঠুন চক্রবর্তী,National Superstar,জাতীয় সুপারস্টার,Dance Bangla Dance,ডান্স বাংলা ডান্স,Mohaguru,মহাগুরু,Comeback,কামব্যাক,Reality Show,রিয়ালিটি শো,Zee Bangla,জী বাংলা,10 Years,১০ বছর

গত বরের শেষেই বড়দিনের আগে ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে দেব-মিঠুন অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘প্রজাপতি’। যা এখন ইতিমধ্যেই ডানা মেলেছে বাংলার গন্ডী ছাড়িয়ে গোটা দেশের দর্শকদের মনে। বাংলা সিনেমার এই বিরাট সাফল্যের মাঝেই নতুন বছরের শুরুতেই দর্শকদের মন দ্বিগুণ ভালো করে দিলেন ছোটপর্দার মহাগুরু (Mohaguru) মিঠুন দা।

Mithun Chakraborty,মিঠুন চক্রবর্তী,National Superstar,জাতীয় সুপারস্টার,Dance Bangla Dance,ডান্স বাংলা ডান্স,Mohaguru,মহাগুরু,Comeback,কামব্যাক,Reality Show,রিয়ালিটি শো,Zee Bangla,জী বাংলা,10 Years,১০ বছর

এবার জি বাংলার জনপ্রিয় নাচের রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance) নিয়ে ফিরছেন সকলের প্রিয় মিঠুন চক্রবর্তী। দীর্ঘ ১০ বছর পর আবার তিনিই ফিরছেন নিজের পুরনো সিংহাসনে। আজই চ্যানেল কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করা হয়েছে সেই প্রমো (Promo)ঝলক।

সেখানে দেখা যাচ্ছে মাথায় টুপি আর খয়েরি রঙা ব্লেজার,কালো প্যান্ট আর গলায় মাফলার জড়িয়ে, একেবারে চির চেনা ভঙ্গিতেই ক্যামেরার সমানে এসে দাঁড়িয়েছেন মিঠুন।সেইসাথে তাঁকে বলতে শোনা যাচ্ছে ‘দশ বছর পরে আমি ফিরে এলাম আমারই ঘরে। সেই মঞ্চ,সেই আলো,সেই তাল,সেই ছন্দ। মিঠুন থেকে মহাগুরু তোমরাই তো বানিয়েছ। যতই করি আমি অ্যাকশন,ড্রামা, রোম্যান্স। সবচেয়ে প্রিয় আমার তোমার ডান্স বাংলা ডান্স’।

Mithun Chakraborty is making a comeback in Dance Bangla Dance after 10 years 

প্রিয় মহাগুরুকে অনেকদিন পর আবার পুরনো রূপে ফায়ার পেয়ে স্বভাবতই আবেগপ্রবণ হয়ে পড়েছেন দর্শক। তাই তো কমেন্ট সেকশনে একজন নেটিজেন  লিখেছেন ‘প্রচন্ড প্রচন্ড প্রচন্ড এক্সাইটেড সত্যিই ভীষণ ভালো লাগছে ! ছোটবেলার নস্টালজিক মোমেন্টগুলো মনে পড়ে যাচ্ছে বেস্ট প্রমো’।

site