• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্যুটিংয়ের মাঝেই অসহ্য পেটে যন্ত্রনা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী! চিন্তায় ভক্তরা

Published on:

মুসৌরিতে (Mussoorie) শ্যুটিং চলাকালীন আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন টলিউডের (Tollywood) বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun chakraborty)। সূত্রের খবর, বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) ছবি দ্য কাশ্মীর ফাইলস (The kashmir files) -এর  শ্যুটিং চলাকালীন সেটেই অসুস্থতা অনুভব করেন অভিনেতা। তবে শ্যুটিং এর ক্ষতি হবে জেনে অসুস্থতা নিয়েও কাজ চালিয়ে গিয়েছেন মিঠুন। খাবারে বিষক্রিয়ার কারণেইঅভিনেতা সাময়িক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর।

পরিচালক অগ্নিহোত্রী জানান,মুসৌরিতে আউটডোর শ্যুটিং চলছিল দ্য কাশ্মীর ফাইলসের ৷ এদিনের শ্যুটিং -এ একটি বড় শট ছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীর। সেই সময়ই অসুস্থতাবোধ করছিলেন মিঠুন। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় শ্যুটিং বন্ধ করতে বাধ্য হন সকলেই। কিন্তু কিছুক্ষণ বিশ্রামের পর খানিক সুস্থতা বোধ করতেই শট শেষ করেন মহাগুরু।

পরিচালকের কথায়, অসুস্থতা নিয়েই কাজ চালিয়ে যাচ্ছিলেন মিঠুন। এমনকি কাউকে বুঝতে পর্যন্ত দেননি তার পেটে অসহ্য যন্ত্রনা হচ্ছে৷ বরং বারবার অভিনেতা জিজ্ঞেস করেছেন, শটে কোনো খামতি থাকছে কিনা। মিঠুনের ব্যবহারে অভিভূত অগ্নিহোত্রী বলেন, এই গুণই মানুষকে সুপারস্টার করে।

যদিও এখন অভিনেতা সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে তার ঘনিষ্ঠ মহলের তরফে। বয়স বাড়ার সাথে সাথে নানান রোগের ও দাপাদাপি বাড়ছে শরীরে, তাইই এই আচমকা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান মিঠুন।তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই আতঙ্কে কাঁটা হয়ে যায় তার অনুরাগীরা। এই ‘অভিশপ্ত’ ২০২০ সালটিকে মোটেই আর বিশ্বাস করতে পারছেন না নেটবাসী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥