• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৬০ পেরিয়েও এভারগ্রীন সুন্দরী, দেবশ্রীর নাচ দেখে ভাষা হারা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

Published on:

Mithun chakraborty Deboshree Roy dance video viral

বাংলা টেলিভিশনের জগতে এই মুহূর্তে নন ফিকশন (Non Fiction) শো গুলির জনপ্রিয়তা রয়েছে তুঙ্গে। জি বাংলার (Zee Bangla) এমনই একটি জনপ্রিয় নাচের রিয়ালিটি শো হল ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)। এ বছরের এই নাচের  রিয়ালিটি শোয়ের অন্যতম মূল আকর্ষণ হলেন খোদ মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

দীর্ঘ ১০ বছর পর তিনি আবার ফিরে এসেছেন মহাগুরু রূপেই। যা উস্কে দিয়েছে এই রিয়ালিটি শোয়ের পুরনো নস্টালজিয়া। এবার এই নাচের অনুষ্ঠানে অতিথি বিচারক হিসেবে আসতে চলেছেন বাংলার ডান্সিং কুইন দেবশ্রী রায় (Debashree Roy)। সেখানেই তৈরি হলো এক সুন্দর মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় দেবশ্রী আসার আসন্ন এই পর্বের একটি প্রমো ভিডিও (Promo Video) শেয়ার করা হয়েছে।

নন ফিকশন,Non Fiction,জি বাংলা,Zee Bangla,ডান্স বাংলা ডান্স,Dance Bangla Dance,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,দেবশ্রী রায়,Debashree Roy

সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে ‘ডান্স বাংলা ডান্সের মঞ্চে ডান্সিং কুইন দেবশ্রী রায়। প্রসঙ্গত প্রকাশ্যে  আসা ওই ভিডিওতে দেখা যাচ্ছে মিঠুন এবং দেবশ্রী তাঁদের অভিনীত বাংলার জনপ্রিয় সিনেমা ‘ত্রয়ী’র (Troyi) সুপারহিট গান ‘জানা-অজানা পথে চলেছি’ গানে নাচতে নাচতে ঢুকছেন ডান্স বাংলা ডান্সের মঞ্চে।

নন ফিকশন,Non Fiction,জি বাংলা,Zee Bangla,ডান্স বাংলা ডান্স,Dance Bangla Dance,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,দেবশ্রী রায়,Debashree Roy

এদিন ডান্স বাংলা ডান্সের হাত ধরে ই দুই পুরনো বন্ধুর সাক্ষাৎ হলো বহুদিন পর। তাই তো খোদ টলিউড অভিনেত্রী দেবশ্রীকে বলতে শোনা গেল মিঠুন চক্রবর্তীর সাথে তিনি বহুদিন পর আবার একসাথে নাচ করছেন। এদিন ‘কলকাতা রসগোল্লা’ খ্যাত অভিনেত্রীর পরনে ছিল সবুজ শাড়ি আর গোল্ডেন ব্লাউজের দারুণ মিষ্টি কম্বিনেশন।

বহুদিন পর বাংলার এই এভারগ্রিন অভিনেত্রীকে নাচতে দেখা গেল মিঠুন চক্রবর্তীর সাথে মঞ্চ ভাগ করতে।  তাই বহুদিন পর বাংলার দুই জনপ্রিয় তারকা মিঠুন দেবশ্রীকে একসাথে দেখে বেজায় খুশি হয়েছেন এই শোয়ের তথা বাংলার দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই কমেন্ট সেকশনে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

নন ফিকশন,Non Fiction,জি বাংলা,Zee Bangla,ডান্স বাংলা ডান্স,Dance Bangla Dance,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,দেবশ্রী রায়,Debashree Roy

এছাড়া এদিন এই শোয়ের ‘ছোট প্যাকেট বড়া ধামাকা’ অর্থাৎ খুদে প্রতিযোগী দীপান্বিতাকে দেখা গেল সাউথের পুস্পা সিনেমার ‘সামি সামি’ গানে নাচ করতে। তার দুর্দান্ত নাচ আর এক্সপ্রেশন দেখে বিচারকের আসনে আর বসে থাকতে পারেননি দেবশ্রী। মঞ্চে উঠে এসে তিনিও পা মেলান খুদে দীপান্বিতার সাথে। তাঁর সাথেই যোগ দিয়েছিলেন উপস্থিত অন্যান্য বিচারক তথা দুই টলি সুন্দরী শুভশ্রী এবং শ্রাবন্তী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥