• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেম করছেন মিঠুন চক্রবর্তীর আদরের মেয়ে দিশানি! প্রকাশ্যে বয়ফ্রেন্ডের সাথে একের পর এক ঘনিষ্ঠ ছবি

Published on:

দিশানি চক্রবর্তী,মিঠুন চক্রবর্তী,মিঠুন চক্রবর্তীর মেয়ে,Dishani Chakraborty,Mithun Chakraborty,Mithun Chakraborty daughter

আজও দেশজোড়া তার নাম। এক সময় বলিউড তথা টলিউড কাঁপিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। অভিনয়ই তার পরিচয়। এক সময় অভিনেতা হওয়ার স্বপ্ন চোখে নিয়ে ফাঁকা পকেটেই বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন তিনি। আজ অভিনয় জীবন, থেকে রাজনীতি সঞ্চালনা সবেতেই অভিজ্ঞতার পাহাড় তৈরি করে ফেলেছেন ‘মহাগুরু’।

বর্তমানে মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালির তিন পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু কন্যা সন্তানটিকে জন্ম দেননি মিঠুন। খুব অল্প বয়সে এই কন্যাকে দত্তক নিয়ে তাকে সন্তান স্নেহে মানুষ করেন মিঠুন। তার নাম দেন দিশানি চক্রবর্তী। স্টার কিড হিসেবে তার জনপ্রিয়তাও এই মুহুর্তে মিঠুন চক্রবর্তীর মতোই আকাশছোঁয়া। এই মুহুর্তে যেকোনো বলিউডের নায়িকাকেও হার মানাবেন তিনি সৌন্দর্যে। ৮০ হাজার অনুরাগী সংখ্যা রয়েছে তার।

দিশানি চক্রবর্তী,মিঠুন চক্রবর্তী,মিঠুন চক্রবর্তীর মেয়ে,Dishani Chakraborty,Mithun Chakraborty,Mithun Chakraborty daughter

মিঠুন চক্রবর্তী চোখের মণি তিনি। এতদিন তিনি বাবার রাজকন্যে থাকলেও, এবার তিনি মন দিয়েছেন প্রেমিককে। বর্তমানে তার প্রেমিকের সাথে তোলা একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বয়ফ্রেন্ডের সঙ্গে ছবি শেয়ার করে নিজেই মনের কথা সকলের সাথে শেয়ার করেছেন মিঠুন কন্যা।

Mithun Chakraborty Daughter Dishani Chakraborty

আজ আপনাদের জানাব কে মিঠুন কন্যার মনের মানুষ। হলিউড ইন্ডাস্ট্রির সুপরিচিত অভিনেতা কোডি সুলেকের সাথেই চুটিয়ে প্রেম করছেন দিশানি। দিশানি এবং কোডির প্রেম করছেন প্রায় এক বছর হয়ে গেল। নিজেদের প্রেমের প্রথম বর্ষ উদযাপনের দিনেই বিশ্বের কাছে প্রেমের কথা জানান দিশানি। মিঠুন চক্রবর্তীর আদরের মেয়ে দিশানি প্রথম বার্ষিকীর বিশেষ উপলক্ষ্যে তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৪ টি ছবি শেয়ার করে লিখেছেন, সুখ হাসি খুশিতে একটা বছর কাটিয়ে দিলাম তোমার সঙ্গে।

দিশানি চক্রবর্তী,মিঠুন চক্রবর্তী,মিঠুন চক্রবর্তীর মেয়ে,Dishani Chakraborty,Mithun Chakraborty,Mithun Chakraborty daughter

শোনা যায়, ডাস্টবিনের পাশ থেকে একটি কন্যা সন্তানকে উদ্ধার করেছিল পুলিশ। পরবর্তীকালে সেই শিশুটিকে স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেয় স্থানীয় প্রশাসন। ‌ খবর পাওয়া মাত্রই অভিনেতা সেই স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যোগাযোগ করে কন্যা সন্তান দত্তক নেন। আর তারপর থেকে রাজার হালেই মিঠুনের কাছে মানুষ হন দিশানি।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥