টেলিভিশনের পর্দায় শুধু যে সিরিয়াল হয় তা কিন্তু একেবারেই নয়। সিরিয়াল ছাড়াও নানান রিয়্যালিটি শো দেখতে পাওয়া যায় টিভির পর্দায়। এমনই একটি জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো হল ডান্স ডান্স জুনিয়ার (Dance Dance Junior)। ষ্টার জলসার পর্দায় এই নাচের রিয়্যালিটি শো বেশ পপুলার। সম্প্রতি চালু হচ্ছে ডান্স ডান্স জুনিয়ার সিজেন ২। কচিকাঁচাদের দুর্দান্ত নাচের পারফর্মেন্স দেখা যাবে এই শোতে। শোতে স্পেশাল বিচারক তথা নাচের মহাগুরু হিসাবে উপস্থিত থাকেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। জনপ্রিয় এই ডান্স রিয়্যালিটি শোতে বিচারক হিসাবে রয়েছেন টলিউডের বিখ্যাত সুপারস্টার দেব (Dev) ও অভিনেত্রী মনামি ঘোষ (Monami Ghosh)।
শুধু যে প্রতিযোগীদের ম্যাচেই সীমাবদ্ধ থাকে না শো। মাঝে মধ্যেই টলিউড থেকে শুরু করে বলিউডের নানান বিখ্যাত ব্যক্তিত্বরা এসে হাজির হন ডান্স ডান্সের মঞ্চে। স্পেশাল অতিথি হিসাবে এসে তারাও বিশেষ ডান্স পারফর্মেন্স করে থাকেন। ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে রাবিনা টন্ডন অনেকেই এই শোতে হাজির হয়েছেন বিগত সিজেনে। আর এবারের সিজেনে ডান্স ডান্সের মঞ্চে দেখা গেল বিখ্যাত বলিউড অভিনেতা অনিল কাপুরকে (Anil Kapoor)।
এই প্রথম বাংলা টেলিভিশনের পর্দায় স্পেশাল গেস্ট তথা বিচারক হিসাবে আসছেন অনিল কাপুর। টলিউডের সুপারস্টার দেব শোএর একটি বিশেষ প্রমোর এক ঝলক শেয়ার করে জানান দিয়েছিলেন এই কথা। এবার সামনে এল আস্ত একটা প্রমো। ষ্টার জলসার অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে হয়েছে প্রমো ভিডিওটি। ভিডিওতে দেখা যাচ্ছে ‘রামতা যোগী’ গানে নেচেছেন অভিনেতা। শুধু তাই নয় অনিল কাপুরের সাথে তাল মিলিয়ে মঞ্চে নেচেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।
মিঠুন ও অনিল কাপুর একত্রে ‘মাই নেম ইজ লক্ষ্মণ’ গানে নেচেছেন। যাকে বলে দুই সুপারস্টারের স্টেজ কাঁপানো পারফর্মেন্স। আগামী ২২ ও ২৩ শে মে দেখা যাবে এই পর্ব। আর এই বিশেষ পর্ব দেখার জন্য দর্শকেরা যে অপেক্ষার রয়েছে তা ভিডিওটি ভাইরাল হতেই বোঝা গিয়েছে।