• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৭০ পেরিয়েও ডিস্কো ডান্সার, প্রথমবার ছেলের ডেবিউ ছবিতে জমিয়ে নাচলেন মিঠুন চক্রবর্তী

বলিউডে (Bollywood) হাতেগোনা যে ক’জন বাঙালি অভিনেতা রাজত্ব করেছেন তাঁদের মধ্যে একজন হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। নিজের প্রতিভার জোরে ‘মহাগুরু’ জয় করেছেন কোটি কোটি দর্শকের মন। এবার শীঘ্রই এই সুপারস্টারের ছোট ছেলে নমশি (Namashi Chakraborty) ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন। তবে ছেলের ডেবিউ ছবির সমস্ত লাইমলাইটটাও ‘ছিনিয়ে’ নিলেন মিঠুন!

বেশ কয়েকমাস আগেই ঘোষণা করা হয়েছিল যে, ‘ব্যাড বয়’ (Bad Boy) ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন নমশি। তাঁর বিপরীতে দেখা যাবে নবাগতা অভিনেত্রী আমরিনকে। হুবহু বাবার মতো দেখতে নমশির অভিনয় দক্ষতা কেমন তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। কিন্তু তার আগে ‘ব্যাড বয়’এর গান ‘জনাবে আলি’তে (Janabe Ali) বাবার সঙ্গে কোমর দুলিয়ে নজর কাড়লেন তিনি।

   

Namashi Chakraborty, Namashi Chakraborty Bollywood debut, Mithun Chakraborty son

সম্প্রতি ‘ব্যাড বয়’এর নির্মাতারা ‘জনাবে আলি’ গানটি লঞ্চ করেছেন। সকলে ভেবেছিলেন, সেখানে হয়তো নমশি এবং আমরিনের দেখাই মিলবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে ‘সারপ্রাইজ প্যাকেজ’ হিসেবে হাজির হন ‘মহাগুরু’ মিঠুন। আর বলাই বাহুল্য, এরপর থেকে সবার নজর ছিল তাঁর ওপরেই।

নমশির ছবির ‘জনাবে আলি’ গানটি একটি পার্টি ট্র্যাক। এই গানেই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করলেন বাবা-ছেলে মিঠুন এবং নমশি। বলাই বাহুল্য, বাবা-ছেলের যুগলবন্দির এই গান রিলিজের সঙ্গে সঙ্গেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। পাশাপাশি ছবিটি ঘিরেও এবার দর্শকমহলে আস্তে আস্তে উত্তেজনা ও আগ্রহ বাড়তে শুরু করেছে।

Janabe Ali, Mithun Chakraborty and Namashi Chakraborty

‘ব্যাড বয়’ ছবির ‘জনাবে আলি’ গানটি লিখেছেন, গেয়েছেন এবং কম্পোজ করেছেন বলিউডের নামী সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া। গানটির ক্যাচি টিউন অল্প সময়ের মধ্যেই দর্শকদের বেশ ভালোলেগে গিয়েছে। রিলিজের মাত্র ৮ ঘণ্টার মধ্যে ১৪ লাখ মানুষ দেখেও ফেলেছেন এই গানটি।

প্রসঙ্গত উল্লেখ্য, নমশি-আমরিন অভিনীত ‘ব্যাড বয়’ ছবিতে বলিউডের একাধিক নামী তারকার পাশাপাশি অভিনয় করেছেন টলিপাড়ার নামী অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও। রাজকুমার সন্তোষী পরিচালিত এই সিনেমায় শাশ্বত ছাড়াও অভিনয় করেছেন জনি লিভার, রাজপাল যাদব, দর্শন জরিওয়ালা প্রমুখ। আগামী ২৮ এপ্রিল বড়পর্দায় রিলিজ করবে ‘ব্যাড বয়’।