• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চলে গিয়েছেন ডিস্কো কিং! বাপ্পী লাহিড়ীর মৃত্যু নিয়ে অবশেষে মর্মান্তিক বার্তা দিলেন ডিস্কো ডান্সার মিঠুন

‘আই অ্যাম ডিস্কো ডান্সার’ নেচেই সেই সময় বলিউডে নিজের অস্তিত্বের জানান দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আর মিঠুনের নাচের সাথে সেই সময় বাপ্পী লাহিড়ীর (Bappi Lahiri) ওমন কম্পোজিশন ছাড়া দেশের বুকে ‘ডিস্কো’র প্রচলন করা কার্যত অসম্ভব ছিল। আশির দশকে রচিত এই গানের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও সমান জনপ্রিয় হয়েছিল। বলাই বাহুল্য ভারতে ডিস্কো গানের প্রবেশ বাপ্পি লাহিড়ীর হাত ধরেই। আর তাঁর এই গানের জেরেই বদলে গিয়েছিল মিঠুন চক্রবর্তীর ভাগ্য।

একপ্রকার বলা যেতেই পারে, মিঠুন চক্রবর্তীর কেরিয়ারে বাপ্পি লাহিড়ীর অবদান অনেকটাই। অবশ্য এর জন্য অভিনেতার নাচের স্টাইল ও অভিনয়ের দক্ষতাও প্রশংসনীয়। মিঠুনের জীবনে তার অবদান কারোরই ভোলার নয়। এদিকে গত কয়েকদিন আগেই আচমকা হৃদরোগ জনিত অসুস্থতা নিয়ে প্রয়াত হয়েছেন ‘ডিস্কো কিং’। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশ জুড়েই।

   

মিঠুন চক্রবর্তী,ডিস্কো কিং,ডিস্কো ডান্সার,Mithun Chakraborty,Disco king,Disco dancer,bappi lahiri,বাপ্পী লাহিড়ী

এই কয়েকদিনে মৃত্যু হয়েছে একের পর এক কিংবদন্তির। অবশেষে বাপ্পী লাহিড়ীর মৃত্যুর দিন দুয়েক পর গায়ককে নিয়ে মুখ খুললেন মর্মাহত মিঠুন চক্রবর্তী। তিনি জানান, “আমি নিশ্চিত এতক্ষণে আপনার আত্মা স্বর্গে পাড়ি দিয়েছে৷ আমি আপনাকে চিরকাল মিস করব’।

ডিস্কো ডান্সারের পর, দালাল, প্রেম প্রতিজ্ঞা, গুরু, ডান্স ডান্স ছবিতেও নায়ক মিঠুন আর গায়ক বাপ্পীর যুগলবন্দী বেজায় মনে ধরেছিল দর্শকদের। আর বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে রীতিমতো সঙ্গীহারা হলেন মিঠুন চক্রবর্তী।

মিঠুন চক্রবর্তী,ডিস্কো কিং,ডিস্কো ডান্সার,Mithun Chakraborty,Disco king,Disco dancer,bappi lahiri,বাপ্পী লাহিড়ী

প্রসঙ্গত, এক সংবাদমাধ্যমের কাছে সুরকার ও সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী জানিয়েছিলেন ফিল্ম পরিচালক রবিকান্ত নাগাইচের ফোন পেয়েছিলেন তিনি। যেখানে নতুন অভিনেতার কথা জানিয়েছিলেন তিনি। সাথে জানিয়েছিলেন বাব্বর সুভাষ নিজের পরবর্তী ছবির জন্য সাইন করিয়েছেন এই অভিনেতাকে। সেই অভিনেতা আর কেউ নন মিঠুন চক্রবর্তী।