• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাপ্পি লাহিড়ী না থাকলে আজ সুপারস্টার হতে পারত না মিঠুন চক্রবর্তী! রইল সেই অজানা কাহিনী

Updated on:

Mithun Chakraborty Became superstar because of Bappi Lahiri Disco Dancer

মিঠুন চক্রবর্তীর ‘আই অ্যাম অ্যা ডিস্কো ডান্সার ‘ ছোট থেকে বড় সবারই মনে রয়েছে। আশির দশকে যখন এই গান রিলিজ হয় তখন রীতিমত ভারতের গন্ডি ছাড়িয়ে বিদেশেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল গানটি। এই বিখ্যাত গানটি কিংবদঙি সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri) এর সুর দেওয়া। অন্যভাবে বলতে গেলে ভারতে ডিস্কো গানের প্রবেশ বাপ্পি লাহিড়ীর হাত ধরেই। আর তাঁর এই গানের জেরেই বদলে গিয়েছিল মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)ভাগ্য।

বলিউডের সমকালীন প্রথমসারির তারকাদের মাঝে এই গানের জেরেই পরিচিতি পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। ডিস্কো ডান্সার ছবির জেরে রাতারাতি ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যান অভিনেতা। তারপর থেকেই বলিউডে একেরপর এক হিট ছবি উপহার দিয়েছেন। তবে শুধু ডিস্কো ডান্সার ছবি নয় ১৯৮৭ সালে ডান্স ডান্স, ১৯৮৯ সালে গুরু ও প্রেম প্রতিজ্ঞা এমন একাধিক ছবি মিঠুনকে সুপারস্টার পরিণত করেছিল।

Mithun Charaborty,Bappi Lahiri,মিঠুন চক্রবর্তী,বাপ্পি লাহিড়ী,ডিস্কো ড্যান্সার,Disco Dancer,Mithun Chakraborty Carrier,Bappi Lahiri made Mithun Chakraborty Superstar,Bollywood Gossip,Singer Bappi Lahiri Passed Away,Bappi Lahiri Passed away at 69

একপ্রকার বলা যেতেই পারে, মিঠুন চক্রবর্তীর কেরিয়ারে বাপ্পি লাহিড়ীর অবদান অনেকটাই। অবশ্য এর জন্য অভিনেতার নাচের স্টাইল ও অভিনয়ের দক্ষতাও প্রশংসনীয়। আজ বাপ্পি লাহিড়ীর প্রয়াত হবার পর বিখ্যাত সেই সমস্ত গান চারিদিক থেকে স্মৃতি হয়ে ভেসে আসছে। বিশেষত বাপ্পি লাহিড়ীর নিজেরই  গান, ‘ইয়াদ আ রাহা হ্যায়’ যেন প্রাসঙ্গিক হয়ে উঠেছে এই  মুহূর্তে। বিখ্যাত গায়কের আকস্মিক মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না ভক্তরা।

Mithun Charaborty,Bappi Lahiri,মিঠুন চক্রবর্তী,বাপ্পি লাহিড়ী,ডিস্কো ড্যান্সার,Disco Dancer,Mithun Chakraborty Carrier,Bappi Lahiri made Mithun Chakraborty Superstar,Bollywood Gossip,Singer Bappi Lahiri Passed Away,Bappi Lahiri Passed away at 69

আজ বাপ্পি লাহিড়ী ও মিঠুন চক্রবর্তীর কেরিয়ার বদলে দেওয়া ‘ডিস্কো ডান্সার’ ছবির কিছু কাহিনী আপনাদের জন্য তুলে ধরব। এক সংবাদমাধ্যমের কাছে সুরকার ও সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী জানিয়েছিলেন ফিল্ম পরিচালক রবিকান্ত নাগাইচের ফোন পেয়েছিলেন তিনি। যেখানে নতুন অভিনেতার কথা জানিয়েছিলেন তিনি। সাথে জানিয়েছিলেন বাব্বর সুভাষ নিজের পরবর্তী ছবির জন্য সাইন করিয়েছেন এই অভিনেতাকে। সেই অভিনেতা আর কেউ নন মিঠুন চক্রবর্তী।

‘ডিস্কো ডান্সার’ ছবির একটি নয় বরং ‘ইয়াদ আ রাহা হ্যায়’ ও ‘আই অ্যাম অ্যা ডিস্কো ডান্সার’ দুটো গানই সুপারহিট হয়ে গিয়েছিল। সেই সময়ের প্রথম ছবি ছিল এটি যেটা বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছিল। ১৯৮২ সালের এই ছবির গান গুলি আজও কয়েক দশক পেরিয়ে সমান জনপ্রিয়। এই ছবির জেরে প্রথম পরিচিতি পেয়েছিলেন অভিনেতা। আর তারপর ১৯৮৯ সালে ‘প্রেম প্রতিজ্ঞা’ ছবিতে অভিনয় করেন মিঠুন যেটা তাকে সুপারস্টার খেতাব এনে দিয়েছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥