• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এই সিরিয়ালে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তীর বৌমা ! শুরু হওয়ার সাথে সাথেই আকাশ ছুঁলো টিআরপি

বর্তমানে বলিপাড়ার শোরগোলের মাঝেই আর এক অভিনেত্রীর নাম বহুল চর্চিত। তবে কোনো কাণ্ডের জন্য নয়, বরং অভিনয় ক্ষমতার জন্যই চর্চিত হচ্ছে অভিনেত্রী মাদালসা শর্মার নাম। খ্যাতনামা অভিনেতা মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ মাদালসা সম্প্রতি যোগ দিয়েছেন স্টারপ্লাসের মেগাসিরিয়াল ‘অনুপমা’-য়। সিরিয়ালে ‘কাব্য’-র চরিত্রে অভিনয় করছেন তিনি।

টেলিভিশনে নতুন মুখ হলেও পারিবারিক খ্যাতির কারণে সামাজিক মাধ্যমে পরিচিত মুখ মাদালসা। ফলে ইতিমধ্যেই টিআরপি রেটিংয়ের দৌড়ে দ্বিতীয় ‘অনুপমা’। বিখ্যাত প্রোডিউসার তথা পরিচালক সুভাষ শর্মার কন্যা মাদালসা শর্মা ছোট থেকেই বলিপাড়া সম্বন্ধে ওয়াকিবহাল। মাদালসার মা শীলা শর্মাও কিছু ছায়াছবিতে অভিনয় করেছেন বলে জানা যায়।

   

গ্ল্যাম-দুনিয়ায় মিঠুন চক্রবর্তী এক অন্যমাপের তারকা হলেও তাঁর ছেলে মিমো চক্রবর্তী কোনোদিনই বাবার উচ্চতায় নিজেকে নিয়ে যেতে পারেনি। তবে সূত্রের খবর, মিমোর স্ত্রী মাদালসাকে নিয়ে আশাবাদী চক্রবর্তী পরিবার। ২০১৮-এর বিবাহের পরে থমকে যায়নি মাদালসার কেরিয়ার, বরং জনপ্রিয়তার অন্য শিখরে নিজেকে পৌঁছানোর চেষ্টাতেই রয়েছেন তিনি।

মাদালসার চলচ্চিত্র জগতে আগমন ২০০৯-এর তেলেগু চলচ্চিত্র ‘ফিটিং মাস্টার’-এর হাত ধরে। তেলেগু ছাড়াও পাঞ্জাবি, কন্নড়, তামিল, জার্মান এবং কিছু হিন্দি সিনেমাতেও কাজ করেছেন তিনি। ‘এঞ্জেল’, ‘সম্রাট এন্ড কো’, ‘পয়সা হো পয়সা’, ‘মৌসম ইকরার কে দো প্যায়ার কে’ নামক কিছু অখ্যাত বলিউডি ছবিতে কাজ করেছেন তিনি। তাছাড়া ‘শৌর্য’, ‘রাম লীলা’, ‘মেম ভায়াশুকুভেচম’ নামক তেলেগু, কন্নড় ও তামিল সিনেমাও করেছেন তিনি।

‘অনুপমা’ মাদালসার জীবনের প্রথম অভিনীত সিরিয়াল। কাহিনী অনুযায়ী, কাব্য, ভনরাজ সিং নামক একজন বিবাহিত পুরুষের প্রেমে পড়বেন। সিরিয়ালে মাদালসার চরিত্রের ধাঁচ একটু ধুসরাবৃত হলেও তাঁর স্টাইল ও ফ্যাশন সেন্স চমকে দিয়েছে সকলকে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন পোস্টের মাধ্যমে ফ্যানদের সাথে যোগাযোগ রাখেন মাদালসা। ফলে ‘অনুপমা’-র টিআরপি যে বাড়বে, তাতে সন্দেহের অবকাশ নেই।

site