বাংলার গর্ব তিনি। ৭২ বছর বয়সেও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) যেভাবে চুটিয়ে কাজ করছেন এবং দর্শকদের মুগ্ধ করছেন তা দেখে সত্যিই প্রশংসা করা ছাড়া কোনও উপায় নেই। গত বছর মুক্তি পেয়েছিল মিঠুন, দেব অভিনীত ‘প্রজাপতি’ (Projapoti)। বাবা-ছেলের গল্প নিয়ে তৈরি সেই সিনেমা (Movie) টলিউডের ইতিহাসের অন্যতম সেরা বাণিজ্যিক সফল ছবি। এখন জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’এ দেখা যাচ্ছে ‘মহাগুরু’কে।
মিঠুনের হাতে এখন রয়েছে একগুচ্ছ কাজ। বয়স হলেও ‘ডিস্কো ডান্সার’এর ডিম্যান্ড একটুও কমেনি। বরং সময়ের সঙ্গে তা আরও বেড়েই চলেছে। সম্প্রতি আবার জানা গিয়েছে, দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা শেষে মিঠুন আবার ঢালিউডে অর্থাৎ বাংলাদেশের ছবিতে (Bangladeshi movie) কাজ করতে চলেছেন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সেই ছবি নিয়ে প্রাথমিক স্তরের কথাবার্তাও হয়ে গিয়েছে।
চিত্রনাট্যকর আব্দুল জাহির এই প্রসঙ্গে বলেন, ‘ছবির গল্প নিয়ে তিন মাস ধরে আমাদের কথা চলছিল। চিত্রনাট্য আমরা আগেই পাঠিয়েছিলাম। রবিবার এই প্রসঙ্গে বিস্তারিত কথা হল’। তাঁর সংযোজন, চিত্রনাট্য পছন্দ হয়েছে মিঠুনের। এখন অভিনেতার হাতে আরও দু’টি কাজ রয়েছে। সেসব দিক দেখে তিনি শিডিউল বলবেন। তবে ঈদের আগেই চুক্তি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
যদি এমনটা হয়, তাহলে অক্টোবর মাস নাগাদ ছবির শ্যুটিংও শুরু হয়ে যাবে। জানা গিয়েছে, বাবা-মেয়ের সম্পর্কের কাহিনী দর্শিত হবে এই সিনেমায়। ছবির নাম রাখা হয়েছে ‘হিরো’। অর্থাৎ ‘প্রজাপতি’তে বাবা-ছেলের গল্প দেখানোর পর এবার পর্দায় বাবা-মেয়ের সম্পর্কের রসায়ন ফুটিয়ে তুলবেন ‘মহাগুরু’।
মিঠুন-দেব অভিনীত ‘প্রজাপতি’তে দেখানো হয়েছিল, স্ত্রীয়ের মৃত্যুর পর ছেলেকে একা হাতে মানুষ করেছেন মিঠুন। তাঁর জীবনের একমাত্র শখ হল, ছেলের বিয়ে দিয়ে বৌমাকে ঘরে আনা। কিন্তু ছেলের বিয়ে করায় অনীহা। কারণ তাঁর ভয়, তাঁর বৌয়ের সঙ্গে বাবার ঝামেলা লাগে তাহলে বাবা কষ্ট পাবে। বাবা-ছেলের নিখাদ ভালোবাসার এই কাহিনী দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। বক্স অফিসেও ভালো ব্যবসা করেছিল ‘প্রজাপতি’।
প্রসঙ্গত উল্লেখ্য, শক্তি সামন্তের পরিচালনায় তৈরি ‘অন্যায় অবিচার’ ছবির মাধ্যমে প্রথম বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে কাজ করেছিলেন মিঠুন। সেই ছবিটি অবশ্য ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি করা হয়েছিল। এরপর ২০১০ সালে ‘গোলাপি’ সিনেমায় অভিনয় করেন ‘মহাগুরু’। মাঝখানে কেটে গিয়েছে প্রায় ১৩ বছর। এক দশকের দীর্ঘ অপেক্ষার শেষে ‘হিরো’র মাধ্যমে আবার ঢালিউডে কাজ করবেন মিঠুন।