• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ধর্ম সংকটে মিঠি! একদিকে পুরোনো প্রেম অন্যদিকে শাক্য, ভাইরাল মিঠাইয়ের ধামাকাদার প্রোমো

Updated on:

Mithai Serial New Promo mithi meets with prantik in cafe

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। সৌমিতৃষা কুণ্ডু, আদৃত রায় অভিনীত এই ধারাবাহিকের টিআরপি এখন অনেকটা কমে গেলেও দর্শকদের মনে ভালোবাসা কিন্তু দিন দিন বাড়ছে। এখন তো আবার মিঠাইয়ের জায়গায় উচ্ছেবাবু-শাক্যর জীবনে এসেছে মিঠি (Mithi)।

মিঠাইরানীর মৃত্যুর পর দুষ্টু শাক্যকে নিয়ে সিদ্ধার্থের একেবারে ল্যাজে গোবরে দশা হয়েছিল। কিন্তু শাক্যর নতুন দিদিমণি মিঠি আসার পর সেই পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া গিয়েছে। শাক্য এবং মিঠি- অল্প কয়েকদিনের মধ্যেই বেশ ভালো বন্ধুও হয়ে গিয়েছে।

Mithai actor Shkyo Modak music video goes viral

‘মিঠাই’য়ের নিয়মিত দর্শক যারা তাঁরা জানেন, সিরিয়ালে এখন খুদে শাক্যকে নিয়ে মেতে রয়েছে হল্লা পার্টির সব সদস্যরা। শাক্য, মিঠি, উচ্ছেবাবু এবং হল্লা পার্টি মিলে একটি রেস্তোরাঁয় খেতেও গিয়েছে। সেখানে গিয়ে ছেলের প্রতি মিঠির ব্যবহার দেখে আবার সিদ্ধার্থের মিঠাইয়ের কথাও মনে পড়তে থাকে।

Mithi, Shakya, Siddhartha, Holla party

সিড-মিঠি-শাক্যরা যে রেস্তোরাঁয় খেতে গিয়েছিল, সেখানেই আবার বান্ধবীকে নিয়ে গিয়েছিল প্রান্তিকও (Prantik)। আর ব্যস, তাঁর নজর গিয়ে পড়ে মিঠির ওপর। সে এখনও কলকাতায় কী করছে, কাদের সঙ্গে রেস্তোরাঁয় খেতে এসেছে- প্রান্তিকের মনে ঘুরতে থাকে এসব প্রশ্ন। অবশেষে বান্ধবীকে বাইরে যেতে বলে নিজেই চলে আসে মিঠির সঙ্গে কথা বলতে।

Mithi Prantik

প্রান্তিক মিঠিকে তাঁর বাড়ি যাওয়ার কথাও বলে। প্রথমে চুপ করে থাকলেও পরে সে ঘুরিয়ে জিজ্ঞেস করে, ‘আপনি কে?’ ‘আমি আপনাকে চিনি না’। এরপর প্রান্তিক তাঁর হাত ধরতেই ভরা রেস্তোরাঁয় তাঁর গালে সপাটে চড় বসিয়ে দেয় মিঠি। সেই সঙ্গেই সাফ জানিয়ে দেয়, বিরক্ত করলে আবারও থাপ্পড় মারতে দ্বিধা বোধ করবে না সে।

‘মিঠাই’য়ের এই দৃশ্যের ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। একসময় যে প্রান্তিক মিঠিকে ‘পাগল’ বলে তাড়িয়ে দিয়েছিল, এবার তাঁর গালেই কষিয়ে থাপ্পড় মেরে মিঠি যোগ্য জবাব দেওয়ায় আনন্দিত হয়েছেন দর্শকরা। কমেন্ট করে মিঠিকে সমর্থন করেছেন তাঁরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥