• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দর্শকদের চাহিদায় মনোহরায় ফিরল মিঠাই! মিঠি থেকে মিঠাই হয়ে ওঠার ভিডিও দেখে চোখ জুড়োলো দর্শকদের

দর্শকদের মনোরঞ্জনের জন্য টেলিভিশনের পর্দায় বহু ধারাবাহিক সম্প্রচারিত হয়। তবে জি বাংলার ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকের জনপ্রিয়তার কাছে বাকি সবই যেন তুচ্ছ। ধারাবাহিকটির টিআরপি আগের থেকে বেশ খানিকটা কমলেও, জনপ্রিয়তায় কিন্তু একটুও আঁচ পড়েনি। এখন আবার মিঠাইরানী মারা যাওয়ার পর মিঠি (Mithi) এসে ধারাবাহিকে অন্য একটু ছোঁয়া এনেছেন।

মিঠাইরানীর মৃত্যুর পর যেমন একদিনে ‘মিঠাই’য়ের নতুন ট্র্যাক শুরু হয়েছে, তেমনই আবার বদলেছে টাইম স্লটও। নতুন টাইম স্লটে ধারাবাহিকটির টিআরপিও একটু একটু করে বাড়ছে। দর্শকদের মন জয় করার জন্য এখন ধারাবাহিকে আসছে একের পর এক মোড় ঘোরানো টুইস্ট।

   

Mithi beomes Mithai, Mithi became Mithai

মোদক পরিবারের সদস্যরা ইতিমধ্যেই জেনে গিয়েছে যে মিঠি বাড়ি থেকে পালিয়ে এসেছে। প্রান্তিকের ভালোবাসার জন্য বাড়ি ছেড়ে চলে আসার পর সে জানতে পারে তাঁর প্রেমিক আসলে একটা প্রতারক। মিঠি ছাড়াও আরও অনেক প্রেমিকা রয়েছে তাঁর। এমনকি মিঠিকে কলকাতায় আসাকে পাগলামি বলতেও দ্বিধা বোধ করেনি সে। প্রেমে ধোকা পাওয়ার পর মিঠি শাক্যর দিদিমণি রূপে মনোহরায় গিয়ে ওঠে।

Mithai serial mithi dresses as mithai

আরও পড়ুনঃ দর্শকদের অপেক্ষার অবসান, মনোহরায় ফিরল মিঠাই! নতুন প্রোমো দেখে আবেগে ভাসল দর্শকেরা

যদিও এখন প্রান্তিক জানতে পেরে গিয়েছে যে মিঠি কোথায় থাকছে। আর তাতেই মহাবিপদে পড়েছে সে। তাঁকে নিতে চলে এসেছে তাঁর বাবা। এই সমস্যা থেকে বাঁচতে মিঠিকে দারুণ একটি প্ল্যান বলে খুদে শাক্য। মিঠি তাঁর বাবা এবং প্রান্তিকের হাত থেকে বাঁচতে হয়ে ওঠে মিঠাই।

সম্প্রতি জি বাংলার তরফ থেকে ‘মিঠাই’য়ের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, মিঠিকে মিঠাইরানীর শাড়ি পরিয়ে সাজিয়ে-তুলছে দিদিয়া-শ্রী’রা। অনেকদিন পর ফের মিঠাইরানীর লুক দেখে স্বাভাবিকভাবেই বেশ খুশি দর্শকরাও।

Mithi beomes Mithai, Mithi became Mithai

সংশ্লিষ্ট ভিডিওটিতে একের পর এক কমেন্ট করছেন দর্শকরা। কেউ লিখেছেন, মিঠাইকে আর লাগবে না। মিঠিই এবার উচ্ছেবাবুর মন জয় করে ফেলুক। আবার কেউ লিখেছেন, মিঠিকে দেখতে আর ভালোলাগছে না। এবার মিঠাইকে ফিরিয়ে আনা হোক। এবার দেখা যাক, আগামী দিনে ‘মিঠাই’য়ের ট্র্যাক কোন দিকে মোড় নেয়।

site