জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। টিআরপি তালিকায় যেমনই পারফর্ম করুক না কেন, এই ধারাবাহিকের জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি। সম্প্রতি যেমন বেঙ্গল টপারের পুরনো আসন ফিরে পেতে বেশ কিছু টুইস্ট আনা হয়েছে ‘মিঠাই’য়ে। ‘সিধাই’য়ের ছেলে শাক্যর (Shakya) জন্মের পাশাপাশি মৃত্যু দেখানো হয়েছে মিঠাইরানীর।
এখন আবার মিঠাইয়ের মৃত্যুর পর বেশ কিছু বছরের লিপ দেওয়া হয়েছে সিরিয়ালে। দেখানো হচ্ছে, সিড-মিঠাইয়ের ছেলে শাক্য এখন আরও একটু বড় হয়ে গিয়েছে। ‘সিধাই’য়ের ছেলের চরিত্রে অভিনয় করছে খুদে অভিনেতা ধৃতিষ্মান চক্রবর্তী (Dhritishman Chakraborty)।
জানিয়ে রাখি, ‘মিঠাই’য়ের এই শিশু শিল্পীর কিন্তু এটিই প্রথম ধারাবাহিক নয়। এর আগেও ‘বৌমা একঘর’ ধারাবাহিকে কাজ করেছে সে। টেলি দুনিয়ার দর্শকদের কাছে বেশ পরিচিত মুখ ধৃতিষ্মান। তবে দর্শকরা এই খুদে অভিনেতার অভিনয় প্রতিভার সম্বন্ধে জানলেও, তাঁর দুর্দান্ত গানের প্রতিভার কথা হয়তো জানেন না।
‘মিঠাই’ ধারাবাহিকে যোগ দেওয়ার পর ধৃতিষ্মানের সম্বন্ধে বেশ কিছু তথ্য নেটমাধ্যমে উঠে এসেছে। জানা গিয়েছে, সে অভিনেতা হওয়ার পাশাপাশি একজন সঙ্গীত শিল্পীও। এই সঙ্গীত প্রতিভার জন্যই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরস্কৃত করেছেন তাঁকে। সম্প্রতি যেমন ‘সিধাই’য়ের ছেলের একটি গানের ভিডিও প্রকাশ্যে এসেছে, যা শোনার পর একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওয় দেখা যাচ্ছে, কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের আইকনিক গান ‘পিয়া তোসে ন্যায়না লাগে রে’ গাইছে ধৃতিষ্মান। এইটুকু বয়সে খালি গলায় সে যেভাবে গান গেয়েছে তা শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।
View this post on Instagram
কোকিল কণ্ঠি লতা মঙ্গেশকরকে যেভাবে নিজের গানের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে পুঁচকে ধৃতিষ্মান তা মুগ্ধ করেছে প্রত্যেককে। অনেকেই সেই পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন ‘অপূর্ব’। সব মিলিয়ে খুদে ধৃতিষ্মানের শ্রদ্ধা জানানোর এই প্রচেষ্টা যে সকলের মন ছুঁয়ে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।