বিনোদনভাইরালভিডিওসিরিয়াল

মিঠাইরানি হুর হুর কামিং! প্রকাশ্যে এল মিঠাই সাজে সৌমিতৃষার প্রথম ঝলক

জি বাংলার ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের নায়িকা সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) এখন বাংলার দর্শকদের ঘরের মেয়ে। বিগত ২ বছরেরও বেশি সময় ধরে মিঠাই ম্যাজিকে কাবু গোটা বাংলা। তবে এখন এই সিরিয়ালের দর্শকদের মনে একটাই প্রশ্ন ঘুরেফিরে আসছে বারবার। তা হল মনোহরায় আবার কবে ফিরবে মিঠাই?

এছাড়াও দর্শকদের একটা বড় অংশের কৌতূহলের কারণ হল এই সিরিয়ালের নতুন নায়িকা মিঠি। হুবহু মিঠাইয়ের মতো দেখতে এই মিঠি আসলে কে? সেই কি আসলে মিঠাই? তাই যদি হয় তাহলে মিঠি মিঠাই হল কিভাবে? বেশ কিছুদিন ধরেই এমনই একাধিক প্রশ্ন উঁকিঝুঁকি দিচ্ছে মিঠাই ভক্তদের মনের মধ্যে।

আসলে ধারাবাহিকের একেবারে শুরুর দিন থেকেই মোদক বাড়ির মিষ্টি বৌমা মিঠাইরানিকে চোখে হারায় দর্শক। তাই সিরিয়ালে মিঠাইয়ের মৃত্যু মেনে নিতে পারেননি দর্শক। প্রথমদিকে তো সিরিয়ালে মিঠাইকে ফিরিয়ে আনার দাবিতে রীতিমতো প্রতিবাদে নেমেছিলেন দর্শকদের একটা বড় অংশ। তবে দর্শকদের আশ্বস্ত করে আগেই মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা জানিয়েছিলেন মিঠাইয়ের নামেই যখন সিরিয়াল তখন মিঠাই তো ফিরবেই। বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mitha,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,সিদ্ধার্থ,Sidhartha,কামব্যাক,Comeback,ভাইরাল ভিডিও,Viral Video,প্রোমো শুট,Promo Shoot

তাই দেরি হলেও এতদিন ধৈর্য্য ধরেছিলেন মিঠাই ভক্তরা। যদিও প্রিয় মিঠাইরানিকে দেখতে না পেয়ে অভিমানে অনেকেই সিরিয়াল দেখায় বন্ধ করে দিয়েছিলেন। এরইমধ্যে সম্প্রতি সুখবর দিয়ে পর্দার মিঠাইরানি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একজন ফ্যানের শেয়ার করা মিঠাইয়ের পুরনো ভিডিও শেয়ার করে ক্যাপশনে একেবারে মিঠাই স্টাইলে লিখেছিলেন ‘মিঠাইরানি হুর হুর কামিং’।

যা দেখামাত্রই মিঠাইরানির কামব্যাক (Comeback) নিয়ে সবাই একপ্রকার নিচিত হয়ে গিয়েছিলেন। আর এবার তো মিঠাইয়ের কামব্যাক নিয়ে নিজেই মুখ খুললেন সৌমিতৃষা। ইনস্টাগ্রামে ভাইরাল একটি ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে কুর্তি পরে অভিনেত্রী রয়েছেন অর্ধেক মিঠাই এবং অর্ধেক মিঠির সাজে। এই নতুন লুকে ধরা দিয়ে এদিন সৌমিতৃষা  নিজের মুখেই দর্শক দের জানান তাদের মিঠাইরানি ফিরছে। তিনি মিঠাই ফেরার প্রোমো শুটও  করেছেন। সেই প্রোমো খুব তাড়াতাড়ি টেলিকাস্ট হবে। এরপরেই একেবারে মিঠাই স্টাইলে হুর হুর ইংলিশ বলতে শুরু করে দেন অভিনেত্রী।

Back to top button