• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মদিনেই মনোহরায় ফিরবেন মিঠাই! নিজের মুখেই সুখবর দিলেন সৌমিতৃষা

Published on:

Soumitrisha Kundu Mithai Comeback

বিগত ২ বছরেরও বেশি সময় ধরে গোটা বাংলা কাবু ‘মিঠাই’ (Mithai) ম্যাজিকে।মোদক বাড়ির মিষ্টি বৌমা মিঠাইরানী হয়ে উঠেছেন দর্শকদের একেবারে ঘরের মেয়ে। গোপালের আশীর্বাদ আর দর্শকদের ভালোবাসায় এই সিরিয়ালের নায়িকা সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) ইতিমধ্যেই পেয়েছেন তুমুল জনপ্রিয়তা।

এই সিরিয়ালের দৌলতেই একাধিক পুরস্কার আর সম্মান এসেছে পর্দার মিঠাইরানির ঝুলিতে। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে এখন রীতিমতো সুপারস্টার মিঠাই। বাংলা সিরিয়ালের নায়িকা হয়েও তাঁর এই জনপ্রিয়তার সামনে ফিকে পড়ে যায় অনেক তাবড় তাবড় সেলিব্রেটিরাও। অনুরাগীরা তো মিঠাই বলতে অজ্ঞান।

Mithai actress Soumitrisha Kundu Birthday speical gift to all mithai lovers

সোশ্যাল মিডিয়ার পাতায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অভিনেত্রীর নামের একাধিক ফ্যান পেজ। সেখানে তো এই মিষ্টি নায়িকাকে নিয়ে দর্শকদের পাগলামির অন্ত নেই। মিঠাই চরিত্রে সৌমিতৃষার অভিনয় দেখে দর্শকরা এতটাই মুগ্ধ যে ইতিমধ্যেই কেউ কেউ তো তাকে অস্কার দেওয়ার কথাও বলেছেন। তবে বেশ কিছুদিন হয়ে গেল সিরিয়ালে দেখা যাচ্ছে না মিঠাই কে।

ধারাবাহিকের প্লট অনুযায়ী মৃত্যু হয়েছে তার। কিন্তু বাংলা সিরিয়ালে নায়ক নায়িকাদের মোর গিয়েও আবার বেঁচে ফেরার বিষয়টি নতুন নয় একেবারেই। তাই বহুদিন ধরেই দর্শক তাদের প্রিয় মিঠাইরানির ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। তাছাড়া কিছুদিন আগেই দর্শকদের আশ্বাস দিয়ে খোদ মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা জানিয়েছিলেন মিঠাইয়ের নামে যখন সিরিয়াল তখন মিঠাই তো ফিরবেই।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Mithai,মিঠাই,Soumitrisha Kundu,সৌমিতৃষা কুন্ডু,Comeback,কামব্যাক,Monohora,মনোহরা,Audience Happy,খুশি দর্শক

আর আবার নিজের জন্মদিনের আগেই ভক্তদের এক বিরাট সুখবর দিলেন পর্দার মিঠাইরানি। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একজন ফ্যানের শেয়ার করা মিঠাইয়ের পুরনো ভিডিও শেয়ার করে ক্যাপশনে একেবারে মিঠাই স্টাইলে সৌমিতৃষা লিখেছিলেন ‘মিঠাইরানি হুর হুর কামিং’। ব্যাস সৌমিতৃষার লেখা এই একটা লাইন ফ্যানপেজ গুলোতে ছড়িয়ে পড়েছে একেবারে দাবানলের গতিতে।

Soumitrisha Kundu Mithai Comebacki Comeba

আসলে সামনেই আসছে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষার জন্মদিন। তাই মনে করা হচ্ছে ওই বিশেষ দিনেই মনোহরায় এন্ট্রি নিয়েই ভক্তদের চমকে দেবে মিঠাইরানি। কিন্তু কিভাবে? আপাতত তা জানার জন্যই মুখিয়ে রয়েছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥