বাঙালি সিরিয়াল প্রেমীদের পছন্দের সিরিয়ালের মধ্যে অন্যতম হল মিঠাই (Mithai)। এই বিষয়ে কোনও সন্দেহই নেই কারণ, টিআরপি লিস্টে নিজের পুরোনো জায়গা আবারও পুনুরুদ্ধার করে ফেলেছে মিঠাই। জনপ্রিয়তার নিরিখে সব সিরিয়ালকে টেক্কা দিয়ে প্রথমস্থানে আছে মিঠাই। আর মিঠাইয়ের সৌমিতৃষা (Soumitrisha Kundu) থেকে উচ্ছেবাবু (Ucchebabu) অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy) জনপ্রিয়তাও তুঙ্গে।
মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় হলেও উচ্ছেবাবু কিন্তু তা নয়। অর্থাৎ আদৃত রায় সোশ্যাল মিডিয়াতে খুব একটা সক্রিয় নন। ছবি হোক বা রিল ভিডিও খুব কমই দেখতে পাওয়া যায় তাকে। তবে যখন ছবি বা ভিডিও শেয়ার করেন তখন কিন্তু সেটা ভাইরাল হওয়ার থেকে কেউ আটকাতে পারে না।
সম্প্রতি নববর্ষ উপলক্ষে সোশ্যাল মিডিয়াতে টলিতারকাদের গিয়েছে। আদৃত রায়ও নিজের নববর্ষ লুক শেয়ার করে নিয়েছেন অনুগামীদের সাথে। এদিন আকাশী রঙের শার্ট আর নীল রাঙা প্যান্ট পরে বেশ কিছু ছবি শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। নিমেষের মধ্যেই উচ্ছেবাবুর এই ছবি দেখে ঘায়েল হয়েছে শতশত ভক্তরা।
তবে শুধু ছবি নয় ছবির সাথে দুর্দান্ত একটা ক্যাপশন দিয়েছেন অভিনেতা। লিখেছেন, ‘বেশি স্টাইল মারলে মা বকবে! শুভ নববর্ষ! বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা’। এমন সুন্দর লুকের ছবি আর সাথে এই ক্যাপশন কি আর ভাইরাল না হয়ে থাকতে পারে! হুড়মুড়িয়ে ভাইরাল হয়েছে আদৃতের এই ছবিগুলি। আর ছবি দেখে প্রশংসা ও নববর্ষের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, মিঠাই সিরিয়ালে বড়সড় টুইস্ট আসতে চলেছে। ইতিমধ্যেই নতুন এক প্রোমো সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে উচ্ছেবাবুর গাড়ির অ্যাকসিডেন্ট হবে। আর তারপরেই মিঠাইয়ের জীবন থেকে হারিয়ে যাবে উচ্ছেবাবু। শুধু তাই নয় এরপর রকস্টার সিদ্ধার্থের এক ঝলকও দেখানো হয়েছে প্রোমোতে। তবে এই সমস্ত কিছু দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।
এদিকে বর্তমানে সিরিয়ালে মিঠাইকে ফাঁসানোর জন্য আবারও চেষ্টা চালানো হচ্ছে। হেলদি হেঁসেলে ভেজাল মেশানো হয়েছে। শুরু হয়েছে পুলিশি তদন্ত। জানা গিয়েছে মিঠাইয়ের কার্ড সোয়াইপ করেই দুস্টু লোকে কিচেনে প্রবেশ করেছিল। এখন আসল দোষীকে ধরাটাই হচ্ছে চ্যালেঞ্জ।