বাংলার সেরা সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)। বিগত কয়েকদিন ধরেই এই ধারাবাহিকে দেখা যাচ্ছে টানটান উত্তেজনার পর্ব। মিথ্যে মৃত্যুর নাটক করে ফিরে এসেছে ওমি আগারওয়াল। সে যে কোন প্রকারেই বদলা নেবেই সিদ্ধার্থ এবং গোটা মোদক পরিবারের থেকে। তাই গোটা মনোহরা কে উড়িয়ে দেওয়ার জন্য বাড়িতে টাইম বোম (Time Bomb) ফিট করে রেখেছে সে।
আর ওমির এই ষড়যন্ত্রে প্রতিটা মুহূর্ত দারুন সংকটের মধ্যে দিয়ে কাটছে মুখে সিদ্ধার্থ মিঠাই সহ গোটা মোদক পরিবারের। প্রথমে তো ওমি আগারওয়াল (Omi Agarwal) কোথায় বোমাটা রেখেছে সেটাই সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও খুজে পাচ্ছিল না কেউ। পরে অবশ্য মিঠাই-এরই চোখে পড়ে যায় টিভির পিছনে লুকিয়ে রাখা সেই ভয়ংকর টাইম বোম।
অন্যদিকে বাইরের থেকেই রাতুল চেষ্টা করে যাচ্ছে গোটা পরিবারকে বাঁচানোর জন্য। ইতিমধ্যেই দেখা গিয়েছে রুদ্র নিজে না থাকলেও তার নির্দেশে এসে পৌঁছেছে নতুন এক আইপিএস অফিসার সুদীপ্ত রায়। সঙ্গে নিয়ে এসেছে বোম স্কোয়ার্ড টিম। অন্যদিকে রাতুল ওমি আগারওয়াল কোথায় রয়েছে তা খোঁজার জন্য টেকনিক্যাল এক্সপার্ট দের সাথে যোগ দিয়েছে। অনেক খোঁজাখুঁজির পর পুলিশ খুঁজে পেয়েছে ওমি আগারওয়ালের আসল ঠিকানা।
অন্যদিকে দেখা গিয়েছে রুদ্রর নির্দেশেই ওমির ওপর মানসিক চাপ তৈরি করার জন্য তার বোন পিংকি অর্থাৎ মোদক বাড়ির ছোট বৌমাকে নিয়ে আসা হয়েছে মনোহারার বাইরে। সত্যিই রুদ্রর এই বুদ্ধি কাজেও দিয়েছে। মনোহরার বাইরে দাঁড়িয়ে থাকা পিংকির গলা শুনে ইতিমধ্যেই চাপে পড়ে গিয়েছে ওমি আগারওয়াল। আর বাইরে থেকে বোম স্কোয়ার্ড টিমের নির্দেশ মেনে চলছে সিদ্ধার্থ।
গতকাল পর্যন্ত সিদ্ধার্থকে বোম নিষ্ক্রিয় করতে দেখা যায়নি। কিন্তু প্রিক্যাপে দেখা গিয়েছে সিদ্ধার্থএকটা তার কাটার প্লাস নিয়ে বোমা নি ষ্ক্রিয় করবে। আসলে মনোহরা দরজা খুললেই বোমা ফেটে যাওয়ার ভয় রয়েছে। তাই বোম স্কোয়ার্ড টিম ভিতরে ঢুকতে পারছে না। এই কারণে সেই বোম সিদ্ধার্থকেই নিষ্ক্রিয় করতে হবে। কিন্তু কোন তার কাটবে তা বুঝতে পারছে না সিদ্ধার্থ। তখন মিঠাই গোপালকেই (Gopal)একটা পথ দেখাতে বলে।
আর তার পরেই দেখা যায় গোপালের সিংহাসন থেকে একটা লাল রঙের ফুল পড়ে যায়। এইটা দেখেই মিঠাই বলে ওঠে লাল রঙের তারটাই কাটতে হবে। এই ভিডিও দেখেই নেটিজেনরা শুরু করেছে ব্যাপক হাসাহাসি। বলা হচ্ছে খুব শীঘ্রই জবার জায়গা নিতে চলেছে সিদ্ধার্থ। আসলে সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম হল ‘কে আপন কে পর’ ধারাবাহিকের নায়িকা জবা (Joba)। এক সময় সিরিয়ালে তাকে কাঁচি দিয়ে বোমার তার কাটতে দেখা গিয়েছিল। এবার গোপালের নির্দেশের সিদ্ধার্তকেও বোম নিষ্ক্রিয় করতে দেখে শুরু হয়েছে ট্রোলিং ।