বাঙালি দর্শক হোক বা সিরিয়াল প্রেমী মিঠাই সিরিয়াল নিয়ে চর্চা সবার মুখেই লেগে রয়েছে। একবছরেরও বেশি সময় ধরে টিআরপি লিস্টে শীর্যে থাকা থেকে শুরু করে ভরপুর বিনোদনের রসদ জুগিয়ে চলেছে। আর সেরিয়ালের দৌলতে মিঠাই সিদ্ধাথ থেকেই খল নায়িকা তোর্সা সকলেই জনপ্রিতাও পেয়েছে প্রচুর। সিরিয়ালে তোর্সার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তন্বী লাহা রায় (Tonni Laha Roy)।
সম্প্রতি নিজের মাকে নিয়ে দিদি নং ১ এর মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী। রচনা ব্যানার্জীর সাথে জমজমাটি খেলা আর আড্ডা হয়েছে। সাথে তোর্সা অভিনেত্রীর সম্পর্কে অনেক কথাও জানতে পারা গিয়েছে। আসলে পছন্দের তারকাদের হাঁড়ির খবর জানার জন্য সর্বদাই মুকিয়ে থাকে দর্শকেরা। তোর্সা চরিত্রটা খল চরিত্র হলেও তার অভিনয়ের প্রশংসা করেন অনেকেই। তাই তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার আগ্রহও বেশ রয়েছে দর্শকদের।
তন্বী লাহা রায়ের সাথে দিদি নং ১ এর এই বিশেষ পর্বের এক টুকরো ভিডিও শেয়ার করা হয়েছে জি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীর সম্পর্কে একাধিক অজানা কথা তুলে ধরেছেন অভিনেত্রী মা নিজেই। এদিন তন্বী লাহার মা জানান, মিঠাই সিরিয়ালে যেমন নেগেটিভ চরিত্রে অভিনয় করছে তেমনি বাড়িতেও মাঝে মধ্যে সেই চরিত্র ফুটে ওঠে। অর্থাৎ একটুতেই রেগে যায় সে। তবে মাথা ঠান্ডা হলে বুজতে পারে যে কি করেছে সে।
তবে এত গেল বর্তমানের রাগ হওয়ার কথা। ছোটবেলায় রেগে গেলে মাটিতে গড়াগড়ি খেতেন অভিনেত্রী। বারান্দায় আটকে রাখা হত তাকে, তখন চিৎকার করে রীতিমত পাড়ার লোক জোগাড় করে ফেলতেন তিনি। শেষমেষ তাকে খুলে বাধ্য হতেন মা। এই রাগের জন্য ডাক্তার পর্যন্ত দেখিয়েছিল মা, হোমিওপ্যাথি ওষুধ পর্যন্ত খেয়েছিলেন অভিনেত্রী।
View this post on Instagram
এখানেই শেষ নয়! ঘরের কাজ থেকে রান্নাবান্না কিছু করে কি না জিজ্ঞাসা করেছিলেন রচনা অভিনেত্রী মাকে। উত্তরে জানা যায় কিছুই করে না সে। সারাদিন শুধু ফোন নিয়ে পড়ে থাকে। তবে ফোনে যে সারাদিন কি করে সেটা বোঝা যায় না। এই নিয়েও বেশ কিছুক্ষন হাসি ঠাট্টা চলেছে। ছোট্ট এই ভিডিও ক্লিপটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে বিশেষত মিঠাই ভক্তরা এই ভিডিও দেখে বেশ আনন্দ পেয়েছেন।