পুজোর সময়েও বরাবরের মত সিরিয়ালের টিআরপির (trp) দিক দিয়ে ছক্কা হাকিয়েছে মিঠাই (mithai)। বিগত কয়েক মাস ধরে প্রথমস্থানেই দেখা মিলেছে মিঠাই সিরিয়ালের। এসপ্তাহের টিআরপি লিস্টে তার কোনো ব্যতিক্রম হল না। নতুন থেকে পুরনো সব সিরিয়ালের ভিড়ে এবারেও প্রথম মিঠাইরানি।
বিয়ের সম্পর্ক মানতে চাইলেও শেষমেশ বিয়ে মেনে নিয়েছে সিদ্ধার্থ। সাথে মিঠাইয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে সিদ্ধার্থ। বিয়ের পর হাবভাবও খানিক বদলে গিয়েছে সিদ্ধার্থের। সব মিলিয়ে বাড়ির সকলের তথা দর্শকদের কাছে আরো বেশি প্রিয় হয় উঠেছে উচ্ছেবাবু। এদিকে উমা সিরিয়াল ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয় উঠেছে। সর্বজয়াকে অনেক আগেই টেক্কা দিয়েছিল। এবার তৃতীয় স্থানে উঠে এল উমা।
এসপ্তাহে ১০.৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে মিঠাই। দ্বিতীয় স্থানে রয়েছে যমুনা ঢাকি। এসপ্তাহে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় যমুনা। এরপরেই ৭.৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে উমা। অপরাজিতা অপু সিরিয়ালের টিআরপি কমে ঠাই হয়ছে চতুর্থ স্থানে। চলুন দেখে নেওয়া যাক, সম্পূর্ণ টিআরপি তালিকা।
মিঠাই – ১০.৬
যমুনা ঢাকি – ৮
উমা – ৭.৭
অপরাজিতা অপু – ৭.৩
মন ফাগুন – ৭.১
করুণাময়ী রাণী রাসমণি – ৭.০
ধূলোকণা – ৬.৮
সর্বজয়া – ৬.৭
খড়কুটো – ৬.৪
গঙ্গারাম – ৬.০