বাঙালিদের বিনোদনের অন্যতম দৈনন্দিন রসদ হল সিরিয়াল। সিরিয়ালের প্রতি বাঙালি দর্শকদের টান আলাদাই। প্রতিদিন টিভির পর্দায় প্রিয় সিরিয়াল দেখতে হাজির হয়ে যায় সকলেই। আর বিগত বেশ কিছু মাস ধরে বাংলার সেরা ও জনপ্রিয় সিরিয়ালের শিরোপা রয়েছে একজনের মাথাতেই। ঠিকই ধরেছেন তিনি আর কেউ নন সকলের প্রিয় মিঠাইরানী।
প্রতিসপ্তাহে সিরিয়ালের জনপ্রিয়তার নিরিখে টিআরপি তালিকা প্রকাশিত হয়। এই তালিকাই.হল সিরিয়ালের জনপ্রিয়তার মাপকাঠি। টিআরপি তালিকায় শুরু থেকেই বাকি সিরিয়ালদের পিছনে ফেলে প্রথম সারিতেই স্থান পেত মিঠাই (Mithai)। তবে বিগত কয়েক মাস প্রথম স্থান থেকে নট নড়ন চরণ। আসলে দর্শকদের যেন মন্ত্রমুগ্ধ করে রেখেছে মিঠাই।
সম্প্রতি প্রকাশিত হয়েছে এসপ্তাহের টিআরপি তালিকা। তালিকায় প্রতিবারের মত এবারেও একেবারে প্রথম স্থানে রয়েছে মিঠাই। মিঠাইয়ের প্রাপ্ত পয়েন্ট ৮.৩। এর ঠিক পরেই রয়েছে অপরাজিতা অপু, এবারে ৭.৮ পয়েন্ট পেয়েছে সিরিয়ালটি। অন্যদিকে তৃতীয় স্থানে উঠে এসেছে সৌজন্য-গুনগুনের খড়কুটো (khorkuto)। এসপ্তাহে খড়কুটোর টিআরপি ৭.৫। চলুন এবার বাকিদের অবস্থা দেখে নেওয়া যাক।
শ্রীময়ী, ডান্স বাংলা ডান্স– ৬.৫ (চতুর্থ)
মহাপীঠ তারাপীঠ– ৬.৪ (পঞ্চম)
গঙ্গারাম– ৬.০ (ষষ্ঠ)
কৃষ্ণকলি– ৫.৭ (সপ্তম)
যমুনা ঢাকি– ৫.৬ (অষ্টম)
বরণ, দেশের মাটি– ৫.৩ (নবম)
করুণাময়ী রাণি রাসমণি– ৫.১ (দশম)