বাংলা বিনোদনের জন্যে সিরিয়াল প্রেমীদের সবচাইতে জনপ্রিয় সিরিয়াল হল মিঠাই (Mithai)। সেই শুরু থেকেই দর্শকদের মন মাতাতে সিরিয়ালের জুড়ি মেলা ভার। রাগী সিদ্ধার্থের সাথে মিঠাইয়ের জুটি প্রতিটা ঘরেই সবচাইতে প্রিয় জুটিতে পরিণত হয়েছে। আর তার প্রমাণ মিলেছে বিগত কয়েক মাসের টিআরপি তালিকায় (TRP List)। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার টিআরপি তালিকা প্রকাশিত হলে প্রথম স্থানেই থেকেছে মিঠাই সিরিয়াল।
খড়কুটো থেকে শুরু করে রাণী রাসমণি, অপরাজিতা অপু ইত্যাদি সিরিয়ালদের টেক্কা দিয়ে দিব্যি নিজের প্রথম স্থান ধরে রাখতে সক্ষম মিঠাই। এবারেও সেই প্রথম স্থান বেশ স্বাছন্দের সাথেই ধরে রাখল মিঠাই সিরিয়াল। সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ পেতেই সবার প্রথমে জ্বলজ্বল করছে মিঠাইয়ের নাম। এদিকে নতুন আরম্ভ হওয়া সিরিয়াল ধূলোকণা চালু হবার পর প্রথম দশেও স্থান পেলো না।
এসপ্তাহের তালিকায় ১১.৫ পয়েন্ট পেয়েছে মিঠাই সিরিয়াল। এর ঠিক পরেই দ্বিতীয় স্থানে রয়েছে অপরাজিতা অপু। বেশকিছু দিন ধরেই নিজের দ্বিতীয় স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে অপরাজিতা অপু সিরিয়ালটি। এসপ্তাহে অপরাজিতা অপুর প্রাপ্ত পয়েন্ট ৯.৮। এরপর তৃতীয় স্থানে রইল খড়কুটো সিরিয়াল। সিরিয়ালের জেঠা-জেঠির বিয়ে দিয়েও লাভ হয়নি খুব একটা। খড়কুটোর প্রাপ্ত পয়েন্ট ৮.১। চলুন এবার বাকিদের দেখে নেওয়া যাক।
কৃষ্ণকলি – ৭.৪
যমুনা ঢাকি – ৭.১
শ্রীময়ী – ৬.৯
মহাপীঠ তারাপীঠ – ৬.৮
দেশের মাটি – ৬.৬
জীবনসাথী – ৬.৬
রাণী রাসমণি – ৬.৫
গঙ্গারাম – ৬.২