• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP তালিকায় আবারো প্রথম স্থানে মিঠাই, টেক্কা দিতে কোমর কষছে সর্বজয়া, রইল টিআরপি তালিকা

বাংলার সিরিয়ালের মধ্যে মিঠাই (Mithai) সিরিয়াল বর্তমানে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে। সেরা সিরিয়াল বলতে গেলে বেশিভাগ দর্শকদের মনে সবার আগে যেটা আসে সেটা হল ‘মিঠাই’ সিরিয়াল। সিরিয়ালের মিঠাই সিদ্ধার্থ জুটি যেন মন কেড়ে নিয়েছে সকলের। অবশ্য মিঠাই-সিড ছাড়াও রাতুল-শ্রীতমা আর সম্প্রতি নিপা-রুদ্রর চরিত্রও বেশ নজর কেড়েছে। সব মিলিয়ে বাকি সিরিয়ালদের থেকে নিজের জনপ্রিয়তা আলাদাই তৈরী করে ফেলেছে মিঠাই।

মিঠাই ছাড়াও বাংলার জনপ্রিয় সিরিয়ালের তালিকায় রয়েছে, অপরাজিতা অপু, খড়কুটো, শ্রীময়ী এর মত সিরিয়াল। আর প্রতি সপ্তাহে  কার জনপ্রিয়তা কতটা বাড়ল বা কমল তা জানা যায় TRP তালিকার মধ্যে দিয়ে। এই তালিকায় বিগত বেশ কয়েক মাস একেবারে প্রথমস্থান ধরে রেখেছে মিঠাই। তবে বাকি স্থানের জন্য লড়াই অব্যাহত।

   

Mithai tops TRP 26th aug Sarbajaya comes third,Mithai,Bengali Serial,TRP List,টিআরপি,মিঠাই,বাংলা সিরিয়াল,সর্বজয়া,Sarbajaya,Khorkuto,Aparajita Apu

ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে এসপ্তাহের টিআরপি তালিকা। প্রতিবারের মত এবারেও বাজিমাত করেছে সকলের প্রিয় মিঠাইরানী। এসপ্তাহে ১২.২ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছে মিঠাই সিরিয়াল। অন্যদিকে ৯.২ পয়েন্টে অপরাজিতা অপু সিরিয়ালও নিজের দ্বিতীয় স্থান ধরে রেখেছে। তবে তৃতীয় স্থানেও মিলেছে চমক। সম্প্রতি শুরু হওয়া দেবশ্রী রায়ের সিরিয়াল সর্বজয়া ৮.৩ পয়েন্টে তৃতীয় স্থানে উঠে এসেছে।

Mithai tops TRP 26th aug Sarbajaya comes third,Mithai,Bengali Serial,TRP List,টিআরপি,মিঠাই,বাংলা সিরিয়াল,সর্বজয়া,Sarbajaya,Khorkuto,Aparajita Apu

খড়কুটো, কৃষ্ণকলি, শ্রীময়ী এর মত সিরিয়ালদের টেক্কা দিয়েই শুরুর কয়েকদিনেই বাজিমাত করতে কোমর কষছে সর্বজয়া। একসময় টলিউডের প্রথম সারির অভিনেত্রী ছিলেন দেবশ্রী রায়। মাঝে অভিনয় ছেড়ে প্রবেশ করেছিলেন রাজনীতিতে। তবে এবার আবারো অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর ফিরেই নিজের অভিনয়ের জাদু দেখতে শুরু করেছে সর্বজয়া। আসুন এবার দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকাঃ

মিঠাই- ১২.২

অপরাজিতা অপু- ৯.২

সর্বজয়া- ৮.৩

যমুনা ঢাকি, কৃষ্ণকলি- ৮

খড়কুটো- ৭.৯

শ্রীময়ী- ৭.১

মহাপীঠ তারাপীঠ- ৬.৭

কড়িখেলা- ৬.৬

রাসমণী- ৬.৫

ধুলোকণা- ৬.৩