• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালোবেসে একে অপরের জন্য গান গাইলেন মিঠাই সিদ্ধার্থ, মুহূর্তে ভাইরাল ভিডিও

Published on:

মিঠাই,বাঙালি সিরিয়াল,Mithai,Soumitrisha Kundu,Adrit Roy,সৌমিতৃষা কুন্ডু,সিদ্ধার্থ

বাংলার বিনোদন জগতের এক অবিচ্ছেদ্য অঙ্গ হল মেগা সিরিয়াল। আর বর্তমানে প্রথম সারিতে থাকা জনপ্রিয় মেগা সিরিয়াল গুলির মধ্যে শুরু থেকেই একচেটিয়া ভাবে শীর্ষ স্থান দখল করে রেখেছে জি বাংলার ‘মিঠাই'(Mithai)। এই সিরিয়ালের প্রধান ইউ এস পি হল মিষ্টি প্রেমী একান্নবর্তী বাঙালি পরিবারের মিলে মিশে একসাথে থাকার গল্প। এছাড়াও দর্শকদের মন জয় করে নিয়েছে সম্পূর্ণ বিপরীত মেরুর দুই চরিত্রে অভিনয় করা গল্পের নায়ক নায়িকা অর্থাৎ সিড মিঠাইয়ের কেমিস্ট্রি। সিরিয়ালে এখন মিঠাই সিদ্ধার্থের ডিভোর্স নিয়েই বেজায় চিন্তায় পড়েছেন মোদক পরিবারের সদস্যরা।

বিশেষ করে দাদু সিদ্ধেশ্বর মোদক এবং ঠাম্মি।এসবের মধ্যেই নাত জামাই রাজীব আর সিদ্ধার্থের বন্ধু রুদ্রর সাথে মিলে মিঠাই সিদ্ধার্থের ডিভোর্স ভেস্তে দিতে মজার ফন্দি এঁটেছেন দাদু। যাকে কেন্দ্র করেই আগামী দিনে সিরিয়ালে বিরাট টুইস্ট আনতে চলেছে দাদুর ‘রাগী নাতি’ সিদ্ধার্থ। এতো গেল সিরিয়ালের গল্প। তবে সিরিয়ালের সিদ্ধার্থ যতটা সিরিয়াস পর্দার বাইরের সিদ্ধার্থ অর্থাৎ অদৃত রায় (Adrit Roy) কিন্তু অতটাও সিরিয়াস নন। হাসি মজা করেই কাটান সেটের সকলের সাথে।আর একথা জানালেন স্বয়ং ‘মিঠাইরানী’ অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)।

Mithai Sidharth Divorce মিঠাই সিদ্ধার্থ ডিভোর্স

সিরিয়ালের শুটিং এর কারণেই দিনের বেশীরভাগ সময়টাই তাঁদের কাটে সিরিয়ালের সেটে। তাই সিরিয়ালের সদস্যরাই তাঁদের পরিবারের সদস্য হয়ে উঠেছেন। আর সারাক্ষণ সবাই একসাথে থাকতে, হাসি মজা করেই কাটান সবাই। তাই অদৃত আর সৌমিতৃষার মতে এই কারণেই টিভির পর্দায় তাঁরা তাঁদের চরিত্রগুলোকে এভাবে ফুটিয়ে তুলতে পারেন।

সিরিয়ালের মতোই বাস্তবেও সঙ্গীতপ্রেমী মিঠাই সিরিয়ালের সিড অর্থাৎ অদৃত রায়। একথা এতদিনে কমবেশি সকল দর্শকরাই জেনে গিয়েছেন। কিন্তু কম যান না মিঠাই ওরফে সৌমিতৃষাও। সম্প্রতি তাঁদের দুজনকেই একটি রোমান্টিক গানে গলা মেলাতে দেখা গেছে।সিদ্ধার্থের অনুরোধেই ‘আশিকি ২ ‘ সিনেমার গান ‘তুম হি হো’ গেয়ে উঠলেন মিঠাই। তাঁর সাথে গলা মেলালেন স্বয়ং সিদ্ধার্থও।

সিরিয়ালে মিঠাই সিদ্ধার্থের সম্পর্ক কোন মোড় নিতে চলেছে তা আগ্রহের সীমা নেই দর্শকদের।কিন্তু এরই মধ্যে সম্প্রতি মিঠাই সিদ্ধার্থের ভালোবাসার এই গানের ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে রিতিমত আপ্লুত মিঠাই ভক্তরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥