একটা সপ্তাহ পেরিয়ে গিয়েছে প্রয়াত হয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। তবে ভক্তরা আজও মেনে উঠতে পারেননি তাঁর এই চলে যাওয়া। নিজের গানের মধ্যে দিয়েই যুগ যুগ ধরে বেঁচে থাকবেন লতাজি। তাঁর মৃত্যুর পর অনেকেই নিজেদের মত করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। এবার মিঠাই (Mithai) সিরিয়ালের সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায় (Adrit Roy) নিজের মত করে গান গেয়ে শ্রদ্ধাঞ্জলি দিলেন লতা মঙ্গেশকরকে।
বাংলার সবচাইতে জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম মিঠাই সিরিয়াল। সিরিয়ালের মিঠাই-সিদ্ধার্থ জুটি দর্শকদের কাছে দারুন প্রিয়। তবে সিদ্ধার্থকে উচ্ছে বাবু বা দাদুর রাগী নাতি হিসাবেই চেনে বেশিরভাগ দর্শকেরা। শুরুতে একেবারেই মিঠাইকে দেখতে না পারলেও তিনবার বিয়েরপর মিঠাইকে নিজের বৌ হিসাবে মেনে নিয়েছে উচ্ছেবাবু। আর এবার দুজনের মধ্যে প্রেম হওয়ার পালা। তাই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে স্পেশাল পর্বের আয়োজন করা হয়েছে।
স্পেশাল পর্বে ঘরোয়া শুটিং নয় বরং খোলামেলা পাহাড়ের নিচে হয়েছে শুটিং। অবশ্য অভিনয়ের পাশাপাশি দারুন গানও জানে সিদ্ধার্থ অভিনেতা আদৃত। আর ব্যস্ত সিডিউলে শুটিংয়ের ফাঁকেই গান গেয়ে লতাজির প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন তিনি। সেই গানের ভিডিও সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন অভিনেতা।
ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে হোটেলের ছাদে বসে লতাজির বিখ্যাত গান ‘লগ যা গলে’ গান গাইছেন আদৃত। গানের ভিডিও শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘ মা স্বরস্বতীর জন্য, অমর লতা মঙ্গেশকরের জন্য’। ভিডিওটি শেয়ার হবার কিছুক্ষণের মধ্যেই ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সাড়ে তিন লক্ষ দর্শকেরা ভিডিওটি দেখেছেন আর ৫৩ হাজারেরও বেশি লাইক পরে গিয়েছে ভিডিওতে।
ভিডিওর কমেন্ট বক্সে নেটিজেনরা আদৃতের গানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছেন। কারোর মতে দুর্দান্ত গেয়েছো, তো কারোর মতে, জাস্ট অসাধারণ। এক নেটিজেনদের মতে, অসাধারণ গেয়েছো, ‘উনি সত্যি অমর, লতাজি আজীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন’। এমন কয়েক হাজার প্রশংসায় ভরা কমেন্ট রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে।
প্রসঙ্গত, বিগত ৬ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মাল্টি অর্গান ফেলিওরের কারণে প্রয়াত হন লতাজি। এর আগে ৮ই জানুয়ারি করোনার লক্ষণ নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সেরেও উঠেছিলেন তবে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা আর হল না। তাঁর প্রয়াণে সংগীতের জগতে যে শুন্যস্থান তৈরী হল সেটা অপূরণীয়।