• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাইয়ের ঠোঁটে লিপ্সটিক মাখাচ্ছে সিদ্ধার্থ! সিডাইয়ের রোমান্সের কাছে পাত্তা পাচ্ছেনা ঋষি পিহুর প্রেম

মিঠাই,মন ফাগুন,সিদ্ধার্থ,ঋষি,পিহু,mon phagun,siddarth,rishi,pihu

বেশ কিছু সপ্তাহ অন্য ধারাবাহিককে জায়গা ছেড়ে পিছিয়ে পড়েছিল মিঠাই (Mithai)। তবে নিজেদের পুরোনো ঐশ্বর্য ফেরাতে চেষ্টার ত্রুটি রাখছিলেন না নির্মাতা থেকে শুরু করে ধারাবাহিকের কলাকুশলীরা৷ স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকের কাছে লাগাতার বেশ কিছু সপ্তাহ হেরে গিয়েছিল মিঠাই, তবে গত সপ্তাহেই পুরোনো সিংহাসন ফিরে পেয়েছে মিঠাই রানি। নানান ট্যুইস্ট, মজার গল্প, প্রেম সব মিলিয়ে ফের একবার বেঙ্গল টপার হয়ে নিজেদের সেরা প্রমাণ করে ছেড়েছে জি বাংলার এই ধারাবাহিক।

এই মুহুর্তে মিঠাইয়ে চলছে উচ্ছেবাবু আর তুফান মেলের দুষ্ট মিষ্টি প্রেম। তবে এই সুখ খুব বেশিদিন যে সইবে না তাদের কপালে সে আভাস আগেই পাওয়া গিয়েছে৷ কিন্তু সেসব দুর্ভাবনা নিয়ে এখনই মাথা ব্যথা করতে নারাজ দর্শকেরা। ক্রমেগত সিডাইয়ের মিষ্টি প্রেমে মন মজেছে তাদের।

মিঠাই,মন ফাগুন,সিদ্ধার্থ,ঋষি,পিহু,mon phagun,siddarth,rishi,pihu

সম্প্রতি, মিঠাইয়ের রান্নার প্রতিযোগিতা জয়ের আনন্দে পার্টির আয়োজন করেছিল হল্লা দল। সেখানেই রোমান্সে মজেছিল মিঠাই সিড। লে যায়ে কাঁহা হাওয়ায়ে’র তালে সিদ্ধার্থ যেন এক্কেবারে শাহরুখ খান। তাকে ঘিড়ে স্বপ্নীল চোখে নাচছে মিঠাই রানিও। এই দৃশ্য দেখে দর্শকদের বক্তব্য, “চোখ ফেরানো যাচ্ছেনা”।

মিঠাই,মন ফাগুন,সিদ্ধার্থ,ঋষি,পিহু,mon phagun,siddarth,rishi,pihu

 

এতদিন পর্যন্ত স্টার জলসার ধারাবাহিক ‘মন ফাগুন’ এ শন শ্রীজলা ওরফে ঋষি পিহুর দুষ্টু মিষ্টি রোমান্স বেজায় প্রশংসিত হত, কিন্তু সিডি বয় মাঠে নামতেই আর পাত্তা পাচ্ছেনা তারা। কখনও সিড নিজের হাতে মিঠাইকে লিপস্টিক পরিয়ে দিচ্ছে তো, কখনও চোখের দিকে চেয়ে নাচছে রোমান্টিক ডান্স। সবমিলিয়ে দর্শকদের দাবি এবার ডাঁহা ফেল ঋষি পিহু। একেই এই দুই ধারাবাহিকের মধ্যে রেষারেষি ছিল, এবার তা আরও স্পষ্ট হল। একই স্লটে না হলেও এই দুই ধারাবাহিকের অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় সবসময়ই বাদানুবাদ করে থাকে , মিঠাইয়ের প্রোমো ভাইরাল হতে এই ঝগড়া আরও বড় আকার ধারণ করে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥