• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বস্তি, শেষ হচ্ছেনা মিঠাই! নিপা রুদ্রকে কাছাকাছি আনতেই বুড়োবুড়ির ছদ্মবেশ ধরে সিড মিঠাই

Published on:

Mithai,Siddharth,serial,new promo,zee bangla,soumitrisha kundoo,adrit roy,মিঠাই,সৌমিতৃষা কুন্ডু,সিরিয়াল,বাংলা সিরিয়াল,জি বাংলা,প্রোমো

সিড মিঠাইয়ের বুড়ো বয়সের ছবি দেখে কার্যত কপালে হাত পড়ে গিয়েছিল সিরিয়াল প্রেমীদের। তারা ভেবেই নিয়েছিল শিগগিরই বুঝি শেষ হয়ে যাবে মিঠাই ধারাবাহিকটি। সম্প্রতি জমজমাট হানিমুন পর্ব সেরে বাড়ি ফিরেছে উচ্ছেবাবু ও মিঠাই। দাদাই আর ঠাম্মির সাথে মিরিকে হানিমুনে গিয়েছিল দুজনে। অবশ্য সাথে হল্লাপার্টিও যোগ দিয়েছিল। সেখানেই মিঠাইয়ের আর দর্শকদের বহুদিনের ইচ্ছা পূরণ হয়েছে। পাহাড়ের মাঝে সবার সামনেই মিঠাইকে আই লাভ ইউ বলেছে সিদ্ধার্থ। যেটা শুনে খুশিতে আত্মহারা মিঠাই, আর উচ্ছসিত দর্শকেরাও।

এই মুহুর্তে মিঠাইকে এক্কেবারে চোখে হারাচ্ছে উচ্ছেবাবু৷ বাড়ি ফিরতেই আরেক হল্লার আয়োজন তৈরী ছিল মিঠাই-সিদ্ধার্থের জন্য। মিঠাইয়ের হাতে ভিকট্রি ট্রফি তুলে দিয়েছে বাড়ির বাকিরা। এরপর সবাই মিলে জোর করতে সবার সামনেই আবারও মিঠাইকে মনের কথা জানায় সিদ্ধার্থ। বলে দাদাই ঠাম্মির মত সেও চায় মিঠাইয়ের সাথেই বুড়ো হতে। উচ্ছেবাবুর মুখে এই কথা শুনে লজ্জায় লাল মিঠাই।

Mithai,Siddharth,serial,new promo,zee bangla,soumitrisha kundoo,adrit roy,মিঠাই,সৌমিতৃষা কুন্ডু,সিরিয়াল,বাংলা সিরিয়াল,জি বাংলা,প্রোমোএই সবে সবে যখন মিঠাই আর সিদ্ধার্থের ভালোবাসা একটু জমজমাট হয়েছে ঠিক তখনই আতঙ্কে কাঁটা দর্শকেরা৷ আসলে সম্প্রতি জি বাংলার অফিশিয়াল পেজ থেকে সিদ্ধার্থ এবং মিঠাইয়ের একটি ছবি শেয়ার করা হয়েছে যা দেখেই চিন্তার ভাঁজ পড়েছে সকলের কপালে। সাথে ক্যাপশনেও এমন এক রহস্য রয়েছে যার জেরে মনে হচ্ছে ঘনিয়ে আসছে ‘মিঠাই’য়ের শেষ।

Mithai,Siddharth,serial,new promo,zee bangla,soumitrisha kundoo,adrit roy,মিঠাই,সৌমিতৃষা কুন্ডু,সিরিয়াল,বাংলা সিরিয়াল,জি বাংলা,প্রোমো

কিন্তু মিঠাইয়ের সাম্প্রতিক ক্লিপিংস প্রকাশ্যে আসতেই এই চিন্তা থেকে খানিক নিষ্কৃতি মিলেছে দর্শকদের। ভিডিওতে দেখা যাচ্ছে রুডি আর নিপাকে কাছাকাছি আনতেই বুড়ো বুড়ি সেজেছে সিড মিঠাই। আর মিঠাইকে সিড শেখাচ্ছে কীভাবে তাকে ‘ডঃ জুলিয়েট’ এর রোল প্লে করতে হবে৷ এবার দেখার নতুন প্রজন্মের রোমিও আর জুলিয়েট রুদ্র নিপার প্রেমের জন্য কি কি ফন্দী আঁটে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥